বাণিজ্য চুক্তি নিয়ে ফের ইতিবাচক ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এসপ্তাহেই আমেরিকায় বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের তরফে কথাবার্তা চলছে। এই আবহে মঙ্গলবারই ট্রাম্পের মুখে শোনা গেল আশ্বাসবাণী। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি সই করল আমেরিকা। আমেরিকার বাজারে তারা এবার থেকে ব্যবসা করতে পারবে। একইভাবে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কথাবার্তা চলছে বলে ঘোষণা করেন ট্রাম্প।
আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি স্থাপন কার্যত অসাধ্য সাধন বলে উল্লেখ করেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির মুখপাত্র হাসান নাসবি। তবে বাণিজ্য চুক্তি স্থাপনের পরে আমেরিকা ও ইন্দোনেশিয়া দুই দেশের তরফেই জানানো হয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে পারস্পারিক শুল্কের মাত্রা ৩২ থেকে ১৯ শতাংশে নামিয়ে আনা হবে। তবে পরিবর্তে ইন্দোনেশিয়ার বাজারে মার্কিন ফার্মগুলি অবাধে প্রবেশ করতে পারবে বলে জানান ট্রাম্প।
জাজবাত বাংলায় আরও পড়ুন
এদিন সংবাদমাধ্যমের সামনে ট্রাম্প বলেন, “ইন্দোনেশিয়ার বাজার এখন আমাদের হাতের মুঠোয়। আমরা সবাই জানি, ইন্দোনেশিয়ায় তামা অত্যন্ত সমৃদ্ধ। কোনও শুল্ক আমাদের প্রদান করতে হবে না। একইরকমভাবে ভারতের সঙ্গেও বোঝাপড়া চলছে। ভারতের ক্ষেত্রেও সবেতে পূর্ণ নাগাল পেতে চলেছি আমরা। এতদিন অনেক বিধিনিষেধ ও নিয়মের বেড়াজাল ছিল। তবে শুল্ক নিয়ে আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে, তার জেরে এখন সবটা মসৃণ হয়ে গিয়েছে।”
আরও পড়ুন
আমেরিকার থেকে ১৫ বিলিয়ন ডলারের শক্তি সামগ্রী, ৪.৫ বিলিয়ন ডলারের কৃষিজ পণ্য ও ৫০টি বোয়িং জেট ইন্দোনেশিয়া কিনবে বলে জানান ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে, বোঝাপড়া যেদিকে এগোচ্ছে, তাতে করে আমেরিকার থেকে পেট্রোলিয়াম ও কৃষিজ পণ্য কিনতে পারে ভারত। তবে ওয়াশিংটনের সঙ্গে চুক্তির আগে সাবধানী ভারত। ট্রাম্প প্রশাসনের কাজকর্ম ও পূর্বতন অভিজ্ঞতা মাথায় রেখে জল মাপছে ভারত।