ফের তারকা মৃত্যু নিয়ে ভুয়ো খবর ছড়াল সোশ্যাল মিডিয়ায়। বলিউডের তারকা অভিনেতা কমেডিয়ান গোবর্ধন আসরানির মৃত্যুর খবর ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে জানা যাচ্ছে একেবারেই সুস্থ আছেন ৮৪ বছর বয়সী অভিনেতা। কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কোনও তথ্যের সত্যতা যাচাই না করেই আসরানির মৃত্যু সংবাদ ছড়িয়ে দেন বলে খবর। এই বিষয়ে জানতে অভিনেতার বন্ধুবান্ধব ও ঘনিষ্ঠ মহলে যোগাযোগ করা হয় নিউজ় ১৮-এর তরফে। তাঁরাই নিশ্চিত করেছেন অভিনেতা সুস্থ আছেন, পরিবারের সঙ্গে আছেন।
সিন্ধি মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়েছিল গোবর্ধন আসরানির। দেশভাগের পর অভিনেতার বাবা জয়পুরে থাকতে শুরু করেন। সেখানেই কার্পেটের দোকান খোলেন তিনি। আসরানির চার বোন ও তিন ভাই। বাকি ভাই-বোনেদের অনেকেই পারিবারিক ব্যবসা সামলানোর দায়িত্ব নিলেও আসরানি একেবারেই অন্য পথ বেছে নেন। গোবর্ধন আসরানির একাধিক জনপ্রিয় চরিত্রের মধ্যে ‘শোলে’ ছবির জেলারের চরিত্র আইকনিক হয়ে রয়েছে আজও।
জাজবাত বাংলায় আরও পড়ুন
গোবর্ধন আসরানি রাজস্থান থেকে স্নাতক পাশ করে জ়েভিয়ার স্কুল থেকে বাকি পড়াশোনা করেন। কেরিয়ারের শুরু করেছিলেন কণ্ঠশিল্পী অর্থাৎ ভয়েস আর্টিস্ট হিসেবে। এরপর অভিনয়ে পা রাখেন তিনি। ১৯৬৯ সালে অভিনীত তাঁর প্রথম ছবি ‘কাঁচ কি চুড়িয়া’। এরপর একের পর এক ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। বিভিন্ন সিনেমায় কমিক চরিত্রে দেখা গেছে তাঁকে। ‘বাওয়ার্চি’, ‘অভিমান’, ‘অনামিকা’, ‘অজনবী’, ‘ছোটি সি বাত’, ‘রফুচক্কর’-এর মতো একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। তাঁকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে ‘নন স্টপ ধামাল’ ও ‘ড্রিমগার্ল ২’ ছবিতে। প্রসঙ্গত, ২১ ঘণ্টা আগেও তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবির দৃশ্য স্টোরিতে পোস্ট করা হয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গায়িকা আশা ভোঁসলের মৃত্যুর খবরও। পরে তাঁর ছেলে আনন্দ নিশ্চিত করেন যে তাঁর মা সুস্থ আছেন।