জাপান ওপেনেও মুখ থুবড়ে পড়লেন পিভি সিন্ধু। প্রতিযোগিতার সুপার ৭৫০ ইভেন্টের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন ২৬ বছর বয়সী ভারতীয় শাটলার। দক্ষিণ কোরিয়ার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন সিম ইউ জিনের কাছে হেরে বিদায় নিয়েছেন তিনি। খেলার ফলাফল ২১-১৫ এবং ২১-১৪। মাত্র ৩০ মিনিটেই হার স্বীকার করতে বাধ্য হন সিন্ধু।
ভারতের হয়ে দু’বার অলিম্পিকে পদক জিতেছেন পিভি সিন্ধু। কিন্তু বর্তমান এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। চলতি বছরে এর আগে ৪ বার প্রতিযোগিতার প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন। এ বার জাপান ওপেনেও একই গল্প। এই মোট ৫ বার প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন তিনি চলতি বছরে। যদিও দ্বিতীয় গেমে এক সময় ১-৬ পিছিয়ে পড়েও দুর্দান্ত লড়াইয়ে ফিরে এসেছিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা।
জাজবাত বাংলায় আরও পড়ুন
সেই সময় ১১-১১ ছিল স্কোরলাইন। কিন্তু এরপরই কার্যত অপ্রতিরোধ্য হয়ে ওঠেন সিম। তাঁর সামনে আর মাথা তুলে দাঁড়াতে পারেননি সিন্ধু। দুর্দান্ত স্কিলের পাশাপাশি মূলতঃ ঠান্ডা মাথা দিয়েই বাজিমাত করেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন। এ দিকে এই হারের জেরে সিন্ধুকে নিয়ে বিদ্রূপের ঝড় উঠেছে সমাজ মাধ্যমে। এই প্রথমবার সিমের কাছে হারতে হল তাঁকে। যা দেখে একজন লিখেছেন, “সিন্ধু নিঃসন্দেহে দুর্দান্ত প্লেয়ার। তবে এবার অবসর নেওয়া উচিত।” আরেকজনের কথায়, “সিন্ধুর সময় শেষ।”
জাপান ওপেনের প্রথম রাউন্ড থেকে সিন্ধু বিদায় নিলেও দিনটা ভারতের জন্য অবশ্য খুব একটা খারাপ গেল না। প্রথম দিনই চিনা প্রতিপক্ষ ওয়াং ঝেং জিংকে ২১-১১, ২১-১৮ ব্যবধানে পরাস্ত করেছেন লক্ষ্য সেন। অন্যদিকে জয় তুলে নিয়েছেন সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির জুটিও। মাত্র ৪২ মিনিটেই তাঁরা ২১-১৮, ২১-১০ গেমে হারান কোরিয়ার কাং মিন হিউক এবং কিম ডং জু’র জুটিকে।