ইতালির সাফল্য চোখ খুলে দিয়েছে আইসিসির, মন ভরছে না ২০ দলে! ভাবনা শুরু আরও বড় টি-টোয়েন্টি বিশ্বকাপের

❤️ Like 🔄 Share 👁️ 0 Share on WhatsApp প্রকৃত অর্থেই এ বার ‘গ্লোবাল’ হওয়ার পথে হাঁটতে চলেছে ক্রিকেট। আইসিসি সূত্রে খবর, আগামী দিনে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দলের সংখ্যা বাড়াতে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাটি। ফুটবলের দেশ ইতালি আগামী বছর ভারতে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। অস্ট্রেলিয় অধিনায়ক জো বার্নসের নেতৃত্বে সদ্যই তারা নিজেদের জায়গা পাকা … Continue reading ইতালির সাফল্য চোখ খুলে দিয়েছে আইসিসির, মন ভরছে না ২০ দলে! ভাবনা শুরু আরও বড় টি-টোয়েন্টি বিশ্বকাপের