সুদীপ্ত চট্টোপাধ্যায়–বাংলায় রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকার দাবিতে বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিকের দপ্তরে দরবার করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরাজ্যে ২০১১ জনগণনা অনুযায়ী গত ১৪ বছরে জনসংখ্যার যে বৃদ্ধি হয়েছে তা জাতীয় গড়ের থেকে ১০ শতাংশ বেশি বলেও দাবি করেছেন শুভেন্দু। বাংলাদেশী অনুপ্রবেশকারী তথা রোহিঙ্গাদের অবাধ অনুপ্রবেশের হলেই এ রাজ্যে জনসংখ্যার এই বৃদ্ধি ঘটেছে বলে দাবি বিরোধী দলনেতার। এজন্য বাড়ি বাড়ি তল্লাশি করার দাবি করেছেন তিনি। শুভেন্দুর বক্তব্য, ” আপনারা তালিকা দেখুন। ২০১১ সমীক্ষা অনুযায়ী জাতীয় গ্রোথ যা, তার থেকে আমাদের রাজ্যে ১০ শতাংশ বেশি। বর্ডার অঞ্চলে এই গ্রোথ প্রায় ২০ থেকে ৩০ শতাংশ। বাড়ি বাড়ি সমীক্ষা তল্লাশি চাই।”
বুধবারই বাংলাভাষীদের বিভিন্ন রাজ্যে অত্যাচারের শিকার হওয়া এবং বাংলাদেশী বলে চিহ্নিত করার প্রতিবাদে কলকাতার রাজপথে মিছিল করে প্রতিবাদ সভা করেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ” রোহিঙ্গাদের প্রটেকশন দিতেই মমতার এই মিছিল” বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।
জাজবাত বাংলায় আরও পড়ুন
তাঁর বক্তব্য, “ওনার এখন একটাই লক্ষ্য রোহিঙ্গাদের বাঁচাতে হবে। বিহারে লাখ লাখ লোক পাওয়া গেছে যারা অনুপ্রবেশকারী। ওখানে যদি ৩০ লক্ষ লোকের নম্বর যায় তাহলে এরাজ্যে ১ কোটি এরকম নাম ঢুকে রয়েছে ভোটার তালিকায়।”
এদিনের বক্তব্যেও বাংলাদেশী অনুপ্রবেশ নিয়ে বিএসএফের ঘাড়েই দায় ঠেলেছেন মমতা। যদিও রাজ্য সরকারের কাছে বারবার বিএসএফ জমি চাইলেও তা রাজ্য কেন দিচ্ছে না তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন শুভেন্দু। “বারবার বলার পরেও বিএসএফকে জমি দেননি কেন? প্রতিবার পার্লামেন্টে এই প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তবুও রাজ্য জমি দেয়নি। জমি দিন তারপর আঙুল তুলুন। তবেই আমরা মানব আপনার যুক্তি” পাল্টা মন্তব্য শুভেন্দুর।
জাজবাত বাংলায় আরও পড়ুন
ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের অন্তর্ভুক্তি ছাড়াও পশ্চিমবঙ্গে ভোটার কার্ড তৈরির রয়েছে বলেও দাবি করেন শুভেন্দু অধিকারী। ভুয়া ভোটার কার্ড তৈরীর জন্য টাকার বিনিময়ে হাজার হাজার জন্মের শংসাপত্র তৈরি করা হয় পঞ্চায়েত ধরে ধরে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। এর সঙ্গে সরাসরি ভাবে যুক্ত রয়েছে স্থানীয় প্রশাসনের আধিকারিকরা বলেও জানান তিনি নির্দিষ্টভাবে অভিযোগ করলেও রাজ্য সরকার কোন ব্যবস্থা নেয় না বলে দাবি শুভেন্দুর।
এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক এর মাধ্যমে জাতীয় নির্বাচন কমিশন কে চিঠি দিয়ে শুভেন্দু অধিকারী রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা তৈরির পাশাপাশি রাজ্যে বুথ লেভেল অফিসার নিযুক্ত করার আগে তালিকা দেখানোর দাবিও জানিয়েছেন। শুভেন্দু সাফ জানিয়েছেন, ” আমরা মুসলিমদের বিরোধী না, কিন্তু রোহিঙ্গাদের থাকতে দেব না। বাঙালিদের নাম বাদ দিয়ে অবাঙালিদের নিয়ে ভোট করবেন, আমরা হতে দেব না।