বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নিয়েছে কেন্দ্র। এবার কি বন্ধ হতে চলেছে ৫০০ টাকার নোটও? আশঙ্কা উসকে দিয়েছে তেমনই একটি খবর। ঠিক ভুল যাচাই না করে ওই খবর শেয়ারও করে দিয়েছেন অনেকে। আর তাতেই ভয় ধরেছে আমজনতার মনে। ২০১৬ সালে নোটবন্দির সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার। বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল ৫০০ ও ১০০০ টাকার নোট। পরিবর্তে পাঁচশো টাকার নতুন নোট ও ২০০০ টাকার নোট চালু করে কেন্দ্র। উদ্দেশ্য ছিল কালো টাকা নিধন। আর এবার ৫০০ টাকার নোট বন্ধ হয়ে যাওয়ার খবর রটতেই হইচই পড়ে গিয়েছে।
তথ্য যাচাই না করেই হোয়াটসঅ্যাপে সেই খবর ফরওয়ার্ড করেছেন শয়ে শয়ে লোক। তাতে লেখা, এবার থেকে এটিএমে নাকি ৫০০ টাকার নোটই মিলবে না। আগামী সেপ্টেম্বর মাস থেকে নাকি ৫০০ টাকার নোট ছাপানো বন্ধ হয়ে যাবে। যদিও বুধবার কেন্দ্রের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, এরকম কোনও নির্দেশিকা জারিই করা হয়নি। যে মেসেজ ঘুরপাক খাচ্ছে, তা আদতে ভুয়ো।
জাজবাত বাংলায় আরও পড়ুন
বর্তমানে দেশে সর্বোচ্চ নগদ টাকা ৫০০ টাকার নোটই রয়েছে। ২০০০ টাকার নোট সাধারণ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেও গ্রহণ করা হচ্ছে না। ২০০০ টাকার নোট কেবল রিজার্ভ ব্যাঙ্কে গিয়েই জমা করা যেতে পারে। তবে ৫০০ টাকার নোট নিয়ে সরকারি তরফে কোনও সিদ্ধান্তই হয়নি। বর্তমানে টাঁকশালে ছাপানো নোটগুলির মধ্যে ৪০.৯ শতাংশ ৫০০ টাকার নোট ছাপা হয়। বাকি বাজারে ঘুরতে থাকা নোটগুলির মধ্যে ৮৬ শতাংশই ৫০০ টাকার নোট। এমতাবস্থায় ওই নোট তুলে নেওয়ার কোনও সিদ্ধান্তই নেয়নি সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপে ঘুরতে থাকা ওই খবর আদতে ভুয়ো ও বিভ্রান্তিকর।
