ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টে জশপ্রীত বুমরাহ্ খেলবেন কি না তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। অধিনায়ক শুভমন গিল এ বিষয়ে স্পষ্ট করে কিছু না জানালেও কেউ কেউ বুমরাহ্’র খেলার ব্যাপারে আশাবাদী। তবে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেভিড লয়েড মনে করেন, বিশ্বের এক নম্বর বোলার না খেললেও তা খুব একটা মন্দ হবে না টিম ইন্ডিয়ার জন্য। আর নিজের বক্তব্যের সপক্ষে একটি অদ্ভুত ব্যাখ্যাও দিয়েছেন লয়েড।
আগামী বৃহস্পতিবার থেকে ম্যানচেস্টারে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড, চতুর্থ টেস্টে। যেহেতু আগে থেকেই জানানো হয়েছিল, বুমরাহ্কে দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হবে। তাই এই টেস্টে তাঁর খেলা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তার মধ্যেই একটি সাক্ষাৎকারে ডেভিড লয়েড জানান, “বুমরাহ্ এজবাস্টন টেস্টে খেলেনি। ওকে ছাড়াই জিতেছে ভারত। কাউকে কাউকে এ কথাও বলতে শুনেছি যে, বুমরাহ্ খেললে নাকি বেশি হারে ভারত। বরং ও না খেললেই কম ম্যাচ হারে।”
লয়েডের এ হেন মন্তব্যে স্বভাবতই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ক্রিকেট মহলে। যদিও চলতি সিরিজের ফলাফলগুলির দিকে তাকালে প্রাক্তন ইংরেজ ক্রিকেটারের কথাটা মোটেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। লিডস টেস্টে বুমরাহ্ খেলা সত্বেও ভারত হেরেছিল। এরপর এজবাস্টনে তিনি বিশ্রাম নেন, কিন্তু ইতিহাসে প্রথমবার সেই মাঠে টেস্ট জেতে ভারত। সবশেষে লর্ডসে আবার তিনি ফেরত আসেন। কিন্তু এই টেস্টেও জিততে ব্যর্থ শুভমন গিলের দল।
যদিও বুমরাহ্ সম্পর্কে অদ্ভুত যুক্তি দিলেও শেষপর্যন্ত ভারতীয় বোলারের প্রশংসাই করেছেন লয়েড। তাঁর কথায়, “যারা বলে, বুমরাহ্ খেললে ভারত বেশি হারে, তারাই আবার ওকে বিশ্বের সেরা বলে। এ ব্যাপারে কোনও সন্দেহই নেই যে বুমরাহ্’র বোলিং অ্যাকশন অনেকটা অন্যরকম। তবে ছেলেটা বেশ ভাল বোলার।” এরই সঙ্গে যোগ করেছেন, “ওদের কোচ গৌতম গম্ভীর বলেছিলেন দুটো ম্যাচে বিশ্রাম দেওয়া হবে বুমরাহ্কে। তাই যদি হয় তাহলে ম্যানচেস্টারে ওর খেলার কথা।” লয়েড এও মনে করেন, যদি বুমরাহ্ ওল্ড ট্রাফোর্ডে খেলেন এবং ভারতও জেতে। তাহলে ওভালে পঞ্চম টেস্টেও তাঁকে খেলানোর চেষ্টা করা হবে।