দুষ্কৃতীদের তাণ্ডবে কেঁপে উঠলো বিহারের রাজধানী পাটনার একটি নামজাদা হাসপাতাল। হাসপাতালের আইসিইউতে ঢুকে চিকিৎসারত এক ব্যক্তিকে গুলিতে ঝাঁঝরা করে বেরিয়ে গেল ৫ দুষ্কৃতীর দল। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। দুষ্কৃতীদের এই তাণ্ডবে গোটা হাসপাতালে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে সেই সময় চিকিৎসারত রোগী এবং উপস্থিত মানুষজনদের মধ্যে। গোটা ঘটনা হাসপাতালের সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, এদিন দিনে-দুপুরে বন্দুক হাতে হাসপাতালে প্রবেশ করে ৫ ব্যক্তি। এরপর প্রায় ১২ রাউন্ড গুলির আওয়াজ। কিছুক্ষণ পরেই সেই পাঁচ ব্যক্তি হাসপাতাল থেকে বেরিয়ে যান।
জাজবাত বাংলায় আরও পড়ুন
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার পাটনার শাস্ত্রী নগর এলাকার পারস হাসপাতালে ঘটনাটি ঘটেছে। দুষ্কৃতীরা যে ব্যক্তিকে গুলি করেছে সে আসলে বিহারের বক্সার এলাকার নামজাদা গ্যাংস্টার চন্দন মিশ্রা। একডজন খুন, রাহাজানি, তোলাবাজির মামলায় অভিযুক্ত ছিল সে। ২০২৪ থেকে পটনা জেলে বন্দি ছিল চন্দন। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্যারোলে জেলের বাইরে এসেছিল সে। এরপর ভর্তি হয় পারস হাসপাতালের রুম নম্বর ২০৯-এ। পরিকল্পনা করে তাকে খুন করেছে তারই একসময়ের বিরোধী শেরু দলের লোক।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় শাস্ত্রীনগর থানার পুলিশ। পাটনা রেঞ্জের আইজি জিতেন্দ্র রানাও ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নামেন। তিনি জানিয়েছেন হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
