দুষ্কৃতী দমন অভিযানে নেমেছি, ভিডিও প্রকাশ করে দাবি মেয়র পুত্রের। শুধু তাই নয়, বৈঠক চলাকালীন বাউন্সারদের নিয়ে হাজির পাটনা পুরসভার মেয়র সীতা সাহুর ছেলে শিশির কুমার। বৈঠক চলাকালীন প্রথমে বিরোধী কাউন্সিলরের তর্কাতর্কি ও পরে তা মারামারিতে জড়িয়ে পড়েন শিশির। ঘটনার পর শিশিরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান বিরোধী কাউন্সিলররা। ঘটনার পর থেকেই অবশ্য শিশির কুমার পলাতক বলে খবর। তবে এই ঘটনায় রণক্ষেত্র হয়ে ওঠে পটনা পুরসভার বৈঠক।
বিরোধীদের অভিযোগ, ১১ জুলাই পটনার মেয়র গীতা সাহু এই বৈঠক ডেকে বেশ কিছু বিতর্কিত পরিকল্পনা পাশ করানোর চেষ্টা করছিলেন। কিন্তু পুর কমিশনার অনিমেষ কুমার পরাশর এই পরিকল্পনাগুলি বাস্তবায়নে আপত্তি জানান। পরাশর অভিযোগ করেন, যে পরিকল্পনাগুলির ওপর আগে থেকেই নিষেধাজ্ঞা রয়েছে সেগুলি পাশ করিয়ে নিজেদের স্বার্থ পূরণের চেষ্টা করা হচ্ছে। বিরোধ জানানোর পর বৈঠক থেকে বেরিয়ে যান পরাশর।
আর এরপই মেয়ের পুত্র নিজের সুরক্ষাকর্মী তথা বাউন্সারসের নিয়ে সেখানে পৌঁছে যান। শিশির কুমার সেখানে উপস্থিত হতেই ডেপুটি মেয়র বিনয় কুমারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে সেই বিতর্ক হাতাহাতিতে গড়ায়। বিরোধী কাউন্সিলরদের অভিযোগ, পিএমসি স্বীকৃত সদস্য না হয়েও শিশির বৈঠকে বাউন্সার নিয়ে হাজির হন। এমনকী তাঁদের সঙ্গে মারধরও করেছেন বলে অভিযোগ। বিরোধী কাউন্সিলারদের দাবি, মেয়র পুত্রের কাজ আইন এবং নীতি বিরুদ্ধ।
জাজবাত বাংলায় আরও পড়ুন
ঘটনার পর পুর কমিশনার পরাশর জেলা ম্যাজিস্ট্রেট ত্যাগরাজান এস এসের কাছে আবেদন জানিয়েছেন যাতে নিগমের যেকোন বৈঠকে শিশিরের প্রবেশ নিষিদ্ধ করা হয়। পুলিশ সূত্রে খবর, শিশিরের বিরুদ্ধে ইতিমধ্যে প্রাণে মারার হুমকি, হত্যার চেষ্টার মত চারটি গুরুতর মামলা দায়ের করা হয়েছে। বিরোধীদের আরও অভিযোগ, মেয়েরের ছেলে নগর নিগমের বৈঠকগুলোতে ‘রিমোট কন্ট্রোলে’র ভূমিকা পালন করছে। এই ঘটনা প্রথম নয়, এর আগেও শিশির এমন বৈঠকে হঠাৎ বডিগার্ডদের নিয়ে হাজির হয়ে কাউন্সিলরদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন।
বিরোধীদের দাবি, শিশির কুমার আসলে আগামী বিধানসভা নির্বাচনে পটনা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। এটা তার নিজের দবাং পরিচয় তৈরি করার রণনীতি। ঘটনার দু’দিন পর অভিযুক্ত মেয়র পুত্র একটি ভিডিও প্রকাশ করে নিজেকে ‘মেয়রের প্রতিনিধি’ এবং ‘রাজ্য বিজেপির কার্যকরী সমিতির সদস্য’ বলে দাবি করেন। ভিডিওতে তিনি বলেছেন, নিগমের দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে তিনি অভিযান শুরু করেছেন। এমন দোষীদের তিনি রাজ্যছাড়া করে ছাড়বেন বলেও ভিডিওতে হুঁশিয়ারি দিতে শোনা যাচ্ছে।
যদিও শিশিরের দাবি নিয়ে বিজেপির মুখপাত্র মনোজ শর্মা জানান, কোনও সিদ্ধান্তে পৌঁছানোর আগে সব পক্ষের কথা শুনতে হয়। যদিও কংগ্রেস মুখপাত্র জানিয়েছে, আসলে গোটা বিহার জানে শিশির বিজেপির লোক। যার বিরুদ্ধে এরকম গুরুতর অভিযোগ অথচ সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। বিজেপির ইশারাতেই পুলিশ তাকে ধরছে না।
