২০২২ সালেই কি নিজের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন লিওনেল মেসি? কাতারে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বসেরা করার পাশাপাশি নিজের কেরিয়ারেরও একটি বৃত্ত সম্পূর্ণ করেছিলেন এল এম টেন। তবে এরপরই জোর জল্পনা শুরু হয়ে যায় তাঁর অবসর নিয়ে। যদিও সে সমস্ত জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে মেসি এখনও সদর্পে খেলে চলেছেন দেশ এবং ক্লাবের হয়ে। সম্প্রতি ক্লাব বিশ্বকাপেও বেশ ভাল ফর্মে ছিলেন। ফলে এ বার ফুটবল রসিয়েদের চর্চার বিষয়, তিনি আসন্ন ২০২৬ বিশ্বকাপ খেলবেন কি না।
ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনাল্ডোর মতে, মার্কিন মুলুকে হতে চলা আগামী বছরের ফিফা বিশ্বকাপে লিও শুধু খেলবেনই না। বরং নীল-সাদা জার্সিতে নতুন করে আরও একবার মাঠ কাঁপাতে দেখা যেতে পারে তাঁকে। বর্তমানে মেসি দুরন্ত ছন্দে রয়েছেন। সম্প্রতি ক্লাব ইন্টার মায়ামির হয়ে টানা ৫ ম্যাচে জোড়া গোল করার নজির গড়েছেন তিনি। এ ছাড়া গত বছরই দ্বিতীয়বার জিতেছেন কোপা আমেরিকা। এ সব দেখেই মেসির বিশ্বকাপ খেলা নিয়ে নিশ্চিত বড় রোনাল্ডো।
জীবন বড়ই অদ্ভুত। পথের ভিখারিকেও এক নিমেষে বানিয়ে দিতে পারে রাজা। একটা সময় দেশের হয়ে কোনও আন্তর্জাতিক ট্রফি জিততে না পারার জন্য বারবার সমালোচনায় বিদ্ধ হতে হত লিও মেসিকে। অথচ এখন তাঁর ঝুলিতে একটি বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকা। সেইসঙ্গে ২০২২ সালে ইতালিকে হারিয়ে আলবিসেলেস্তেদের জিতিয়েছিলেন ফিনালিসিমা। আবার ২০০৮ সালে দেশের হয়ে অলিম্পিকে সোনাও জিতেছেন তিনি। মানে এক কথায়, একজন ফুটবলার দেশের হয়ে যা যা জিততে পারেন তা সবই পকেটস্থ করে ফেলেছেন লিও।
অথচ এরপরেও যেভাবে খেলে চলেছেন মেসি তাতে এটা স্পষ্ট যে, জেতার খিদে তাঁর এখনও শেষ হয়ে যায়নি। এতেই মুগ্ধ রোনাল্ডো। ব্রাজিলের বিশ্বকাপজয়ী প্রাক্তন তারকা সম্প্রতি এ প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে বলেন, “আমরা যারা মেসির খেলা দেখতে ভালবাসি তাদের জন্য ওকে বিশ্বকাপে দেখাটা একটা দারুণ ব্যাপার হবে। ও দারুণ ছন্দে রয়েছে। আশা করছি, বিশ্বকাপে আরও ভাল ফর্মে খেলতে নামবে।” এরই সঙ্গে ব্যখ্যা দেন, “ক্লাব বিশ্বকাপে মেসির খেলা দেখে মনে হয়েছে, ওর মধ্যে এখনও সেই ব্যাপারটা রয়েছে। ও যতবারই বল পায়ে পায়, কিছু না কিছু ঘটে। সবচেয়ে বড় কথা, ও খেলাটা খুব ভাল বুঝতে পারে।”