মেসি-মারাদোনার জার্সি এ বার গায়ে গলাবেন তরুণ ইয়ামাল, হয়ে গেলেন বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার

❤️ Like 🔄 Share 👁️ 0 Share on WhatsApp কবিগুরু লিখেছিলেন, “জীর্ণ পুরাতন যাক ভেসে যাক…।” জগতের নিয়মই তাই। নতুন এলে পুরনোকে জায়গা ছেড়ে দিতেই হয়। যুগ যুগ ধরে চলে আসছে এই ধারাই। তাই বার্সেলোনাও ব্যাতিক্রমী রাস্তায় হাঁটল না। ফুটবল দুনিয়ায় অন্যতম কুলীন এই ক্লাবটির সিদ্ধান্তে এ বার মারাদোনা-মেসির জার্সিতে গা গলাতে চলেছেন স্পেনের তরুণ … Continue reading মেসি-মারাদোনার জার্সি এ বার গায়ে গলাবেন তরুণ ইয়ামাল, হয়ে গেলেন বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার