অবশেষে থামল মেসি-ম্যাজিক। ইন্টার মায়ামির হয়ে টানা ৫ ম্যাচে জোড়া গোল করেছিলেন এল এম টেন। তাঁর বাঁ পায়ে ভর দিয়ে এক স্বপ্নের দৌড় দৌড়াচ্ছিল দল। অবশেষে থামল সেই দৌড়। বৃহস্পতিবার আমেরিকার মেজর লিগ সকারে সিনসিনাটির কাছে ০-৩ হেরে গেল ইন্টার মায়ামি। গোটা ম্যাচে একেবারেই ফিকে লিও। সেই সঙ্গে হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েও ফের অস্বস্তিতে দেখা গেল তাঁকে। যদিও কোচ জেভিয়ার মাসচেরানো জানিয়েছেন, সেই চোট তেমন গুরুতর নয়।
সিনসিনাটির হয়ে দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন ব্রাজিলীয় স্ট্রাইকার এভান্দে। তার আগে অবশ্য প্রথমার্ধেই দলকে এগিয়ে দিয়েছিলেন জেরার্দো ভালেনজুয়েলা। এ দিকে এই হারের জেরে লিগের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থাকল ইন্টার মায়ামি। যদিও প্রথম চারটি দলের তুলনায় তিনটি ম্যাচ কম খেলেছে তারা। তবে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে পৌঁছতে হলে এখন সবকটি ম্যাচই জিততে হবে তাদের।
ম্যাচের শুরুতে সঙ্গত কারণেই প্রত্যাশার পারদ চড়েছিল মেসিকে নিয়ে। কিন্তু তিনি এদিন সম্পূর্ণভাবে ব্যর্থ। আগের পাঁচটি ম্যাচের প্রতিটিতেই জোড়া গোল করেছিলেন লিও। কিন্তু এদিন তাঁর দল গোটা সময়ে সব মিলিয়ে মারতে পেরেছে মাত্র দুটি শট। যাকে বলে, এক অবিশ্বাস্য অধঃপতন। সিনসিনাটির আধিপত্যের পাশাপাশি চর্চা শুরু হয়েছে মেসিকে নিয়েও। সদ্যই মেসিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ব্রাজিল প্রাক্তন ফুটবলার রোনাল্ডো। তারপরই এই ব্যর্থতা। আবার খেলার শেষ দিকে পুরনো চোটের জায়গাতেও ফের চোট পেলেন মেসি।
এ দিকে এই হারের মাঝেই জোর খবর, ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন আর্জেন্টিনার আরেক তারকা ফুটবলার রদ্রিগো দি পল। মেসির পাশাপাশি যিনিও কাতারে মুখ্য ভূমিকা নিয়েছিলেন দেশকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতাতে। এছাড়া গত ২০২১ এবং ২০২৪ সালে কোপা আমেরিকাও জিতেছেন। সূত্রের খবর, খুব শিগগিরই ইন্টার মায়ামির সঙ্গে ৪ বছরের চুক্তি হতে চলেছে দি পলের।