রাত পোহালেই বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা হবে দুর্গাপুরে। তৃণমূলের ২১ জুলাইয়ের আগেই বাংলায় মোদীর সভা ঘিরে ক্রমশ চড়ছে রাজনৈতিক তরজা। বিশেষ করে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এবারও বাংলাকে পাখির চোখ করে নির্বাচনে যে মোদী-শাহ কোং ঝাঁপাতে চলেছেন তা স্পষ্ট। ফলে এই সভা থেকে মোদী কি বার্তা দেন সেদিকেই নজর সবার। তবে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সরকারি মঞ্চ থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস করার কথা আছে প্রধানমন্ত্রীর।
বঙ্গ বিধানসভা ভোটের দিকে তাকিয়েই একেবারে উপহারের ঝুলি নিয়ে দুর্গাপুরে শুক্রবার পা রাখছেন মোদী। জানা গিয়েছে, প্রায় ৫ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। আর সেই তালিকায় তেল, গ্যাস, বিদ্যুৎ, সড়ক ও রেল-সহ একাধিক প্রকল্প আছে বলে জানা যাচ্ছে। শোনা যাচ্ছিল, বহু প্রতীক্ষিত ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্লানেড থেকে শিয়ালদহ রুটের উদ্বোধন হতে পারে। এমনকী এসি লোকাল ট্রেনের উদ্বোধন নিয়েও জল্পনা তৈরি হয়।
যদিও রেল সূত্রের দাবি, সবটাই জল্পনা। এই দুই প্রকল্পের উদ্বোধন হচ্ছে না। তবে ভার্চুয়াল মাধ্যমে রেলের অন্য প্রকল্পের শিলান্যাস মোদী করবেন বলে দাবি। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রীর হাত ধরে পুরুলিয়া-কোটশিলা ৩৬ কিলোমিটার দীর্ঘ রেললাইন প্রকল্পের শিলান্যাস হতে পারে। এই প্রকল্পে প্রায় ৩৯০ টাকা খরচ ধার্য করা হয়েছে। রেলের দাবি, এই প্রকল্পে রেল পরিষেবা আরও উন্নত হবে। রাঁচি ও কলকাতার সঙ্গে জামশেদপুর, বোকারো ও ধানবাদের শিল্পাঞ্চল যুক্ত হবে। এক্ষেত্রে পণ্য পরিবহণ আরও সহজ হবে।; অর্থনৈতিকভাবে কলকাতা সহ বিস্তীর্ণ শিল্পাঞ্চল।
অন্যদিকে প্রধানমন্ত্রীর দফতরের সূত্রে জানা গিয়েছে, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যা বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে হবে। প্রায় ১৯৫০ কোটি টাকা খরচে এই প্রকল্প গড়ে উঠবে। ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ঘরে ঘরে দেওয়া হবে পিএনজি কানেকশন। রিটেল আউটলেটে মিলবে সিএনজি ও এলাকায় নতুন কর্মসংস্থান হবে বলেও দাবি করা হচ্ছে।
অন্যদিকে দুর্গাপুর থেকে প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন প্রকল্পেরও উদ্বোধন করবেন মোদী। দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত প্রায় ১৩২ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প। জানা গিয়েছে হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান জেলার উপর দিয়ে যাবে এই লাইন। এজন্য ১ হাজার ১৯০ কোটি টাকা খরচ ধরা হয়েছে। এই প্রকল্পের কাজ শেষ হলে লক্ষাধিক পরিবারকে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। এছাড়াও আরও বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করার কথা আছে নরেন্দ্র মোদীর।
জানা গিয়েছে, দুর্গাপুর রাজনৈতিক সভাস্থলের পাশেই একটি সরকারি মঞ্চ তৈরি হবে। সেখান থেকে এই সমস্ত প্রকল্পের উদ্বোধন করার কথা আছে মোদীর। এরপর জনসভায় যোগ দেবেন। তবে শোনা যাচ্ছে, সরকারি মঞ্চ থেকে রাজনৈতিক সভায় যোগ দিতে যাওয়ার সময় কিছুটা পথ রোড শো করতে পারেন মোদী।