চলতি বছরই বিহারে বিধানসভা ভোট। ভোটের আগে ফের বড়োসড়ো ঘোষণা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। বিহারের প্রত্যেক পরিবারের জন্য ১২৫ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার ঘোষণা করলেন জেডইউ নেতা। বৃহস্পতিবার সকালে নিজের এক্স হ্যান্ডলে এই ঘোষণা করে নীতীশ লেখেন, জেডইউ সরকারের একদম শুরুর দিন থেকে আমরা প্রত্যেককে সুলভ মূল্যে বিদ্যুৎ পরিষেবা দিয়ে যাচ্ছি। এবার আমাদের সিদ্ধান্ত, ১ আগস্ট থেকে ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে কাউকে টাকা দিতে হবে না।’ এমনকি জুলাই মাসের বিলে ১২৫ ইউনিটের বা তার কম বিদ্যুৎ খরচে কোনও টাকা দিতে হবে না বলে তিনি লিখেছেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় বিহারের ১ কোটি ৬৭ লক্ষ পরিবার উপকৃত হবেন বলে জানা গিয়েছে।
পোস্টে বিনামূল্যে বিদ্যুৎ ঘোষণার পাশাপাশি সৌরবিদ্যুতের ওপর নির্ভরতা বাড়ানোর কথাও লিখেছেন তিনি। তাঁর আশ্বাস, তাপবিদ্যুতের ব্যবহার কমিয়ে আগামী তিন বছরে আরও সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে বিহার সরকার। এই উদ্যোগে ‘কুটির জ্যোতি যোজনা’ প্রকল্পে কোনও গরিব পরিবার বাড়িতে সৌর প্যানেল বসালে তার কোনো খরচ দিতে হবে না।
জাজবাত বাংলায় আরও পড়ুন
প্রসঙ্গত, আগামী অক্টোবর–নভেম্বরে বিহারে বিধানসভা ভোট হতে পারে। তার আগে একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা করে চলেছেন নীতীশ। ভোটের আগে এই ঘোষণা বিহারবাসীর মন পেতে নয়া চাল বলে কটাক্ষ বিরোধীদের।
উল্লেখ্য, এর আগে বিহারে বিধবা, বয়স্ক মহিলা এবং বিশেষ ভাবে সক্ষম নাগরিকেরা সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের অধীনে মাসে ৪০০ টাকা করে দিত নীতিশ সরকার। সম্প্রতি তা বাড়িয়ে ১১০০ টাকা করা হয়েছে। পাশাপাশি সরকারি চাকরিতে মহিলাদের ৩৫ শতাংশ আসন সংরক্ষণও করেছে নীতীশ সরকার।
বুধবার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার শিক্ষা বিভাগের আধিকারিকদের সরকারি স্কুলগুলিতে শিক্ষকের শূন্যপদ চিহ্নিত করে দ্রুত নিয়োগ পরীক্ষা (TRE)-র শুরু করার নির্দেশ দিয়েছেন । শিক্ষা বিভাগের কর্মকর্তারা বলছেন, TRE-4 প্রকল্পে রাজ্যের ১.২০ লক্ষেরও বেশি যোগ্যরা চাকরি পাবেন এবং এই বিষয়ে বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হবে।