লর্ডসে আশা জাগিয়েও জিততে ব্যর্থ ভারত। হোম অব ক্রিকেটে সদ্য সমাপ্ত টেস্টে শুভমন গিলদের জিততে না পারার কারণই হল, ব্যাটিং বিপর্যয়। বোলারদের দাপটে টিম ইন্ডিয়ার সামনে চতুর্থ ইনিংসে লক্ষ্যমাত্রা ছিল মাত্র ১৯৩। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় শেষপর্যন্ত ২২ রানে হারতে হয়েছে তাদের। এ দিকে এই হারের রেশ কাটতে না কাটতেই ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টে জশপ্রীত বুমরাহ্ খেলবেন কি না তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে ক্রিকেট মহলে।
আগামী বৃহস্পতিবার থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, এই টেস্টে না খেলারই কথা বুমরাহ্’র। ইংল্যান্ড সফরের আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, ৫ ম্যাচের সিরিজে মাত্র ৩ টি ম্যাচ খেলবেন বুমরাহ্। বাকি দুই টেস্টে ওয়ার্কলোডের কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হবে তাঁকে। কিন্তু সেই দুই ম্যাচ কোন কোন টেস্ট তা বিস্তারিতভাবে বলা হয়নি।
জাজবাত বাংলায় আরও পড়ুন
তবে যেহেতু লিডসে প্রথম টেস্ট খেলার পর এজবাস্টনে বিশ্রাম নিয়েছিলেন বুমরাহ, এবং তারপর লর্ডসে পুনরায় ফেরত আসেন। তাই অনেকেরই ধারণা, ম্যানচেস্টার ফের বিশ্রামে যেতে পারেন বিশ্বের এক নম্বর বোলার। এমনকি বিষয়টি নিয়ে ভারত অধিনায়ককে জিজ্ঞেস করা হলে তিনিও স্পষ্টভাবে কিছু জানাননি। প্রশ্নের জবাবে গিল শুধু এটুকুই বলেন, “দেখতেই পাবেন।”
গিল এ হেন রহস্য করার পর স্বাভাবিকভাবেই ধোঁয়াশাটা বেড়ে গিয়েছে আরও। যদিও লর্ডস টেস্ট আর ম্যানচেস্টার টেস্টের মধ্যে প্রায় দুই সপ্তাহের গ্যাপ থাকায় এমনটাও মনে করা হচ্ছে যে, বুমরাহ্ খেলতেও খেলতে পারেন। তবে বুমরাহ্ খেলুন বা না খেলুন, ম্যানচেস্টার টেস্টের দলে যে একাধিক পরিবর্তন দেখা যেতে চলেছে সে বিষয়ে একমত বিশেষজ্ঞরা। মনে করা হচ্ছে সবার আগে ঘাড়ে কোপ পড়তে চলেছে করুণ নায়ারের। এ ছাড়া বাদ দেওয়া হতে পারে ওয়াশিংটন সুন্দরকেও।