রণবীর সিং আপাতত ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘ধুরন্ধর’ নিয়ে। সম্প্রতি অভিনেতার একটা ছবি ভাইরাল হয়েছে যেখানে তাঁকে সিনেমার সেটে দেখা যাচ্ছে। কিন্তু সেই ছবি দেখে সোশ্যাল মিডিয়া এখন দ্বিধাবিভক্ত। কেন? কারণ নেটিজ়েনরা সেই ছবিতে পাকিস্তানের জাতীয় পতাকা দেখতে পেয়েছেন। কেউ কেউ এই ছবিটি নিয়ে প্রশ্ন তুললেও, ভক্তরা রণবীর সিংয়ের ছবিটির সমর্থনে দাঁড়িয়ে ব্যাখ্যা করেছেন যে সেটে পাকিস্তানি পতাকা থাকতেই পারে কারণ ছবিটি সমস্ত ভারতীয় জওয়ানদের না বলা কাহিনিই সকলের সামনে আনবে।
সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়। তারই মাঝে কেউ লিখলেন, ‘নিশ্চয়ই ওটা পাকিস্তানের কোনও দৃশ্য দেখানোর জন্য ব্যবহার করা হয়েছে। এতে সমস্যা কোথায়?’ আবার কেউ লিখলেন, ‘যখন একটা ছবিতে পাকিস্তানের জাতীয় পতাকা দেখানো হচ্ছে, তার মানে নির্মাতারা বোঝাতে চাইছেন যে সেটা পাকিস্তানের প্রেক্ষাপট… অবশ্যই ওই দেশে গিয়ে তো শ্যুট করতে পারে না।’
জাজবাত বাংলায় আরও পড়ুন
প্রসঙ্গত, ‘ধুরন্ধর’ সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবি। যদিও ছবির প্লট সম্পর্কে বেশি তথ্য এখনও প্রকাশ্যে আসেনি, তবে ছবিতে আন্ডারকভার স্পাইয়ের চরিত্রে দেখা যাবে রণবীরকে। সূত্রের খবর, পাকিস্তানে থাকা ভারতীয় আন্ডারকভার স্পেশাল এজেন্টদের বীরত্বের কাহিনি বলবে এই ছবি। এবং সম্ভবত সেই কারণেই ফিল্ম সেটে পাকিস্তানের পতাকা দেখতে পাওয়া গেছে। যদিও সেই বিষয়ও কোনও পরিষ্কার তথ্য দেওয়া হয়নি নির্মাতাদের তরফে। কিন্তু রণবীরের ওই ছবি দেখে নেটিজ়েনদের একাংশের প্রশ্ন, ‘পাকিস্তানের পতাকা কেন লাগিয়েছেন? কে অনুমতি দিল? লজ্জাজনক ঘটনা।’ আবার অপর একজন লেখেন, ‘বলিউডের পুরোই মাথা খারাপ হয়ে গেছে।’
এই মাসের শুরুর দিকে রণবীর সিংয়ের ৪০ বছরের জন্মদিনে ছবির প্রথম ঝলক মুক্তি পায়। ছবিতে দেখা যাবে সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না, অর্জুন রামপালকে। ছবির নায়িকা সারা অর্জুন। আদিত্য ধর পরিচালিত এই ছবি মুক্তি পাবে ৫ ডিসেম্বর, ২০২৫।