গত ২০ বছরের বেশি সময় ধরে বলিউডের সেলিব্রেটেড অ্যাকশন হিরোদের অন্যতম সলমন খান। নিজের কর্মজীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন ‘ওয়ান্টেড’ ও ‘দাবাং’ ছবির হাত ধরে। সেই থেকে একের পর এক হিট অ্যাকশন ছবি উপহার দিয়েছেন তিনি বলিউড ও দর্শকদের। তবে সম্প্রতি ভাইজানও স্বীকার করে নিয়েছেন যে ‘প্রতি বছর, প্রতি মাস, প্রতি দিন’ ধীরে ধীরে অ্যাকশন করা কঠিন হয়ে উঠছে। ঠিক কী বললেন অভিনেতা?
জাজবাত বাংলায় আরও পড়ুন
বুধবার, মুম্বইয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা। তাঁর আগামী ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এর প্রথম ঝলক মুক্তি পেয়েছে এবং সেখানে যে অ্যাকশন থাকবেই তা বলা বাহুল্য। সেই ছবি প্রসঙ্গেই কথা বললেন অভিনেতা। বহু প্রতীক্ষিত এই ছবির মূল প্রেক্ষাপট ২০২০ সালের ইন্দো-চীন সীমান্তে গালওয়ান উপত্যকার লড়াই। অপূর্ব লাখিয়া পরিচালিত এই অ্যাকশন ফিল্ম প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘এসব ক্ষেত্রে শারীরিক শ্রম প্রবল। প্রতি বছর, প্রতি মাস, প্রতি দিন যা আরও আরও বেশি কঠিন হয়ে উঠছে। এখন অনেক বেশি সময় দিতে হয় আমাকে (ট্রেনিংয়ের জন্য)। আগে, আমি এক বা দুই সপ্তাহে করে ফেলতাম। এখন আমি দৌড়চ্ছি, কিক-পাঞ্চ ইত্যাদি করছি। এই ছবির জন্য প্রয়োজন।’
আরও পড়ুন
অভিনেতার কথায় এই ছবি নিয়ে তিনি বেশ উত্তেজিত। সলমনের কথায়, ‘যখন আমি ফিল্মটা সই করছিলাম, মনে হয়েছিল দুর্দান্ত সিনেমা কিন্তু এতে কাজ করা ঠিক ততটাই কঠিন। আমার লাদাখে ২০ দিন আগে এবং তার মধ্যে ৭-৮ দিন ঠান্ডা জলে শ্যুট করতে হবে। এই মাসেই শ্যুটিং করব আমরা।’ ৫৯ বছর বয়সী অভিনেতা নিশ্চিত করেন যে ‘ব্যাটল অফ গালওয়ান’ ইদে মুক্তি পাবে না। তাঁর ইদে ছবি মুক্তির রীতি ভেঙে এই ছবি আসবে আগামী বছর জানুয়ারিতে।
‘ব্যাটল অফ গালওয়ান’ ছাড়াও সলমনের হাতে রয়েছে ‘বজরঙ্গী ভাইজান’ ছবির দ্বিতীয় ভাগ। অনুষ্ঠানেই সেই বিষয়ে নিশ্চিত করেছেন সলমন খান