টেস্টের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। গত বছর বার্বাডোজে বিশ্বকাপ জিতেই টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। অথচ অবসরের পরও আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে তিনি এমন এক বিশ্বরেকর্ড গড়লেন যা সাড়া ফেলে দিয়েছে ক্রিকেট দুনিয়ায়। সদ্য নতুন টি-টোয়েন্টি ব্যাটিং রেটিং পয়েন্টের তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেখানেই নজির গড়েছেন কিং কোহলি।
বুধবারই এই নয়া টি-টোয়েন্টি ব্যাটিং রেটিং তালিকা প্রকাশ করা হয়েছে আইসিসির তরফে। সেখানে দেখা যাচ্ছে, বিরাট কোহলির পয়েন্ট ৯০৯। এর ফলে তিনিই হয়ে গেলেন ইতিহাসের প্রথম ব্যাটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই ৯০০ রেটিং পয়েন্টের গণ্ডি টপকালেন। উল্লেখ্য, গত ২০১৮ সালে ইংল্যান্ডের মাটিতে ১০ ইনিংসে ৫৯৩ রান করার সুবাদে টেস্টে ৯৩৭ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন তিনি। এটিই তাঁর টেস্টে সেরা রেটিং পয়েন্ট। আবার সেই বছরই ওয়ানডেতেও কিং কোহলির সংগ্রহ ছিল ৯০৯ রেটিং পয়েন্ট ছিল।
এ বার অবসরের পরেও টি-টোয়েন্টিতে ৯০০ রেটিং পয়েন্ট অতিক্রম করে ইতিহাস গড়লেন তিনি। এর আগে টি-টোয়েন্টিতে তাঁর রেটিং পয়েন্ট ছিল ৮৯৭। নতুন তালিকায় আরও ১২ পয়েন্ট বাড়িয়ে নিয়ে থাকলেন তৃতীয় স্থানে। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটের রেটিং পয়েন্ট তালিকায় কোহলির ওপরে রয়েছেন শুধু সূর্যকুমার যাদব এবং ইংল্যান্ডের ডেভিড মালান। দুজনের সংগ্রহ যথাক্রমে ৯১২ এবং ৯১৯ পয়েন্ট।
এক সময় ক্রিকেটের তিনটি ফরম্যাটেই র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন বিরাট। যা এক অনন্য কীর্তি। বাকি দুই ফরম্যাটের পাশাপাশি টি-টোয়েন্টিতেও তাঁকে মনে করা হয় অন্যতম সেরা। ১২৫ টি আন্তর্জাতিক ম্যাচে একটি সেঞ্চুরিসহ করেছেন ৪,১৮৮ রান। বাকি ছিল শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা। গত বছর সে আক্ষেপও দূর হয় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। যদিও গোটা প্রতিযোগিতায় ব্যাট হাতে তেমন কিছু করে উঠতে পারেননি। কিন্তু ফাইনালে ৫৯ বলে ৭৬ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হন। এরপর অবসর ঘোষণা। আর তারপরই এ বার গড়ে ফেললেন ‘বিরাট’ ইতিহাস।