হঠাৎই খবর মেলে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রবীণ পরিচালক রাকেশ রোশন। কী হয়েছে তাঁর? দুশ্চিন্তায় পড়ে গেছেন তাঁর অনুরাগীরা। বলিউড তারকা হৃত্বিক রোশনের বাবা আপাতত সেরে উঠছেন। সম্প্রতি তাঁর গলায় অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে বলে খবর। বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনও কারণ নেই, জানিয়েছেন তাঁর মেয়ে সুনয়না রোশন।
জাজবাত বাংলায় আরও পড়ুন
দিন দুই আগে, ১৬ জুলাই হঠাৎই শরীর খারাপ হতে শুরু করে রাকেশ রোশনের। তাঁকে তখনই তড়িঘড়ি ভর্তি করানো হয় মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। চিকিৎসকেরা তাঁকে ভর্তি নেন আইসিইউ-তে। তখনই তাঁর গলায় অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। সংবাদ মাধ্যম অমর উজালার প্রতিবেদন অনুযায়ী, রাকেশ রোশনের মেয়ে সুনয়না জানিয়েছেন, ‘বাবার গলায় অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে কিন্তু এখন বাবা সুস্থ আছেন। দুশ্চিন্তার কোনও কারণ নেই। আপাতত বিশ্রাম নিচ্ছেন। চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন, এবং আইসিইউ থেকে বাবাকে জেনারেল বেডেও স্থানান্তরিত করা হয়েছে।’
ইউটিউবেও জাজবাত, আপডেট থাকুন আমাদের সঙ্গে
সূত্রের খবর, রাকেশ রোশনের পাশে হাসপাতালে উপস্থিত রয়েছেন তাঁর স্ত্রী, পিঙ্কি রোশন, দুই সন্তান হৃত্বিক রোশন ও সুনয়না রোশন। সেই সঙ্গে রয়েছেন অভিনেত্রী ও হৃত্বিকের প্রেমিকা সাবা আজ়াদও। প্রসঙ্গত, আগামী ১৪ অগাস্ট হৃত্বিক রোশনের পরবর্তী ছবি ‘ওয়ার ২’ মুক্তি পাওয়ার কথা। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন জুনিয়র এনটিআর। হিন্দি, তেলুগু ও তামিল ভাষায় মুক্তি পাবে এই ছবি যা যশ রাজের স্পাই ইউনিভার্সের অংশ।
ছেলের বিগ বাজেট ছবি মুক্তির আগেই বাবার অসুস্থতায় চিন্তায় ফেলেছে অনুরাগীদের। তবে দ্রুত সেরে উঠে বাড়ি ফিরবেন রাকেশ রোশন, সেই আশাই সকলের। ‘ওয়ার’ ছবির পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। ‘ওয়ার ২’ তৈরি করছেন অয়ন মুখোপাধ্যায়। এই ছবিতে নায়িকার ভূমিকায় রয়েছেন কিয়ারা আডবাণী।