টি-টোয়েন্টি ক্রিকেটের আমদানি হওয়ার পর থেকে তো কত রকমের শটই খেলতে দেখা যায় ব্যাটারদের। কেউ হেলিকপ্টার শট মারতে ভালবাসেন। তো কেউ আবার সুইট হিট। কিন্তু ওসব নয়। এবার সম্পূর্ণ এক নতুন ধরণের শটের সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া। যার নামকরণ করতে গিয়ে যাচ্ছেন রীতিমত হিমশিম খেয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা। আবার এই শট মনে করিয়ে দিচ্ছে ২০০১ সালে আমির খান অভিনীত বলিউডের বিখ্যাত ছবি ‘লগান’কেও।
ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের ম্যাচে। সারের বিরুদ্ধে মিডলসেক্সের বাঁহাতি ব্যাটার লিউক হলম্যান স্যাম কারানকে উইকেটের পিছন দিয়ে অনেকটা পুলের মত এমন একটি শটে বাউন্ডারি মেরেছেন যার ব্যাখ্যা বোলারের কাছে তো ছিলই না, এমনকি বিশেষজ্ঞরা খুঁজে পাচ্ছেন না। এ রকম অদ্ভুত শট দেখা গিয়েছিল বলিউডে। আশুতোষ গোয়ারিকরের পরিচালনায় ক্রিকেটের ওপর নির্মিত বিখ্যাত সিনেমা ‘লগানে’ কিছুটা এই রকমই শট খেলতে দেখা গিয়েছিল এক চরিত্রকে।
স্যাম কারান এক সময় নিয়মিত সদস্য ছিলেন ইংল্যান্ডের জাতীয় দলে। গত ২০২২ সালে দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন করার পাশাপাশি টুর্নামেন্টের সেরাও নির্বাচিত হন। সেই বোলারের বিরুদ্ধে হলম্যানকে এভাবে অদ্ভুত একটি শট মারতে দেখে স্বভাবতই তাজ্জব ক্রিকেট মহল। যদিও আসলে হলম্যান স্কুপ খেলতে চেয়েছিলেন উইকেট কিপারের মাথার উপর দিয়ে। কিন্তু এ সময় বোলার কারান গতি পরিবর্তন করায় তিনি দ্রুত গ্রিপ পাল্টে ফেলেন। এরপর কিছুটা পয়েন্টের দিকে ঘুরে গিয়ে অনেকটা পুলের মত করে উইকেট কিপারের মাথার ওপর দিয়ে তুলে দেন বল।
এই নতুন ধরণের শটের উদ্ভাবনে কার্যত সাড়া পড়ে গিয়েছে ক্রিকেট মহলে। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়েছে এই দৃশ্য। কেউ কেউ ‘লগান’ ছবির কথা মনে করিয়ে দিয়ে বলছেন, এই শটের নাম হওয়া উচিত ‘লগান শট’। আবার কারও কারও মতে, এটির নাম দেওয়া উচিত ‘রিভার্স সুইচ পুল’ কিংবা ‘রিভার্স সুইচ স্ল্যাপ’। যদিও এরপরেও ম্যাচটি ৮ রানে হারতে হয়েছে মিডলসেক্সকে। তবে দলটির তরফে সামাজিক মাধ্যমে রসিকতার ছলে পোস্ট করে বলা হয়েছে, “হলম্যান, তুমি এরকম করতে পারো না।”