ইপিএফে সঞ্চয়ের টাকা তুলতে হতে পারে নানা কারণে। জরুরি পরিস্থিতি হোক কিংবা অন্য কোনও বড় বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজন পড়ে পিএফের টাকার। সেক্ষেত্রে টাকা তোলার কিছু নিয়ম রয়েছে। যেমন, ৫৮ বছরে অবসর গ্রহণের পর বা টানা দু’মাস কর্মহীন থাকার পর পিএফের সমস্ত টাকা তুলে নেওয়া যায়। তার আগে পর্যন্ত পেনশনের টাকা তোলা যায় না। তবে এবার সেই সিদ্ধান্তে বদল আনতে পারে কেন্দ্র।
কাজ করতে করতেই ১০ বছর অন্তরই পিএফের পুরো টাকা তোলার নিয়ম চালু করতে পারে কেন্দ্র। অনেকেই ৩৫ বা ৪০-এর পর কেরিয়ার বদলাতে চান। অনেকে আবার নানা কারণে নিয়মিত চাকরি করতেও পারেন না। সেক্ষেত্রে নতুন নিয়ম চালু হলে এবার থেকে প্রতি ১০ বছর পর পিএফের পুরো টাকা তুলে নিতে পারবেন গ্রাহকরা। ইপিএফও-র দাবি, নতুন নিয়ম হলে সংগঠিত বেসরকারি ক্ষেত্রে নিয়োজিত প্রায় ৭ কোটি গ্রাহক উপকৃত হবেন। টানা ১০ বছর চাকরি করার পর সেই টাকা তুলতে পারবেন গ্রাহকরা।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, যারা ৫৮ হওয়ার আগেই কাজ থেকে অবসর নিতে চান, তাদের আর ৫৮ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তার আগেই তারা পিএফের সম্পূর্ণ টাকা তুলে নিতে পারবেন। এখানে বলে রাখা ভালো, এবার থেকে পিএফের সঞ্চয় থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত সরাসরি এটিএম বা ইউপিআই-এর মাধ্যমে তুলতে পারবেন গ্রাহকরা। তাছাড়া ৫ লক্ষ টাকা পর্যন্ত তুলতেও সশরীরে ভেরিফিকেশনের দরকার পড়বে না।