করিনা কাপুর তাঁর বোল্ড অবতারে বারবার দর্শকের মন জয় করেছেন তেমনই উঠে এসেছেন আলোচনার শীর্ষে। ফের একবার আলোচনায় তিনি। এবার নাকি তাঁকে একেবারে অর্ধেক বয়সী ছেলের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে পর্দায়! তেমনই কানাঘুষো। শোনা যাচ্ছে অভিনেত্রী এবার হাত দিয়েছেন এক সুপারন্যাচরাল ঘরানার ছবিতে। যেখানে ভূত সাজবেন বেবো। সেখানেই ৪৪ বছরের অভিনেত্রীকে নাকি ২০ বছরের এক অভিনেতার বিপরীতে কাস্ট করা হয়েছে। তাতেই শুরু আলোচনা, বিতর্ক। ছবির ঘরানার কথা মাথায় রেখেই নাকি চিত্রনাট্য সাজানো হয়েছে এবং লিখছেন ‘ব্রহ্মাস্ত্র’ সহ-লেখক হুসেন দালাল। যদিও এখনও কোনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি।
বলাই বাহুল্য়, কোনও সাধারণ ভূতের গল্প দেখা যাবে না পর্দায়, থাকবে ট্যুইস্ট। ডেকান ক্রনিকালের প্রতিবেদন অনুযায়ী, মজার এই ভূতের গল্পের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে করিনাকে। চিত্রনাট্য একেবারে অনন্য এবং নতুন ধরনের করা হচ্ছে বলে খবর। ঘনিষ্ঠ সূত্রে এও দাবি, যে ধরনের ভূতের সিনেমা সাধারণ মানুষ দেখে অভ্যস্ত, সেই ধারা অব্যাহত রাখলেও নতুন সংজ্ঞা তৈরি হবে। করিনাই এই চরিত্রের জন্য যথাযথ বলেও দাবি সূত্রের।
হুসেন দালাল এর আগে অয়ন মুখোপাধ্যায়ের ম্যাগনাম ওপাস প্রজেক্ট ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১’-এ কাজ করেছেন লেখক হিসেবে। তিনিই এই ছবিও লিখছেন বলে খবর। যদিও সত্যিই বছর ২০-র তরুণের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে কি করিনাকে? তা অফিসিয়াল ঘোষণা হয়নি। বলিউডে যদিও জুটির মধ্যে বয়সের পার্থক্য থাকা নতুন ঘটনা নয়, তবে সাধারণত সেক্ষেত্রে অভিনেতার বয়স হয় অভিনেত্রীর দ্বিগুণ। সাম্প্রতিক উদাহরণ হিসেবে বলা যেতে পারে ‘ধুরন্ধর’ ছবিতে রণবীর সিং ও সারা অর্জুনের জুটি। যদি করিনার খবর সত্যিই হয়, তাহলে আরও এক চিরাচরিত ধারা ভাঙবেন অভিনেত্রী।