বিধানসভা ভোটের আগেই বাংলায় নরেন্দ্র মোদী। আজ শুক্রবার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে সভা করবেন তিনি। একই সঙ্গে একাধিক প্রকল্পের উদ্বোধন করারই কথা আছে। তবে বাংলায় পা রাখার আগেই বিহারে জনসভা করেন মোদী। আর সেই সভায় বক্তব্য রাখতে ওঠে বাংলা প্রসঙ্গ। এদিন সকালে বিহারের মোতিহারিতে একটি জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। আর সেই সভা থেকে বাংলার উন্নয়নের কথা তুলে ধরেন। তাৎপর্যপূর্ণ ভাবে তাঁর বক্তব্যে উঠে আসে জলপাইগুড়ি এবং বীরভূমের কথা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জয়পুরের মতো জলপাইগুড়িতে পর্যটনে নয়া রেকর্ড তৈরি হবে। শুধু তাই নয়, তাঁর বক্তব্যে উঠে আসে অনুব্রত মণ্ডলের গড় বীরভূমের কথাও। সেখানে ঢালাও উন্নয়নের কথা বলতে গিয়ে মোদীর দাবি, বেঙ্গালুরুর মতো উন্নয়ন হবে বীরভূমেরও। সেখানকার মানুষও বিকাশের স্বাদ পাবেন বলে দাবি। বঙ্গ বিধানসভা ভোটের আগে বিহারে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর এহেন মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
এখন দেখার বাংলায় দাঁড়িয়ে কী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বিশেষ করে বিজেপিশাসিত রাজ্যগুলিতে যেভাবে বাঙালিভাষীদের উপর আক্রমণ হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছে তৃণমূল। এমনকী এই বিষয়ে ইতিমধ্যেই পথে নেমেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে এই ইস্যুতে মোদী কোনও বক্তব্য রাখেন কিনা সেদিকেই নজর সবার। অন্যদিকে এদিন রাজনৈতিক সভার পাশাপাশি বাংলার জন্য একাধিক প্রকল্পের শিলান্যাস করেন নরেন্দ্র মোদী।
রাজনৈতিক সভামঞ্চের পাশেই একটি সরকারি মঞ্চ তৈরি করা হয়েছে। যেখান থেকে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন হয়। আর সেই তালিকায় তেল, গ্যাস, বিদ্যুৎ, সড়ক ও রেল-সহ একাধিক প্রকল্প রয়েছে।
একনজরে শিলান্যাস
প্রধানমন্ত্রীর হাত ধরে পুরুলিয়া-কোটশিলা ৩৬ কিলোমিটার দীর্ঘ রেললাইন প্রকল্পের শিলান্যাস হয়। এই প্রকল্পে প্রায় ৩৯০ টাকা খরচ হবে। রেলের দাবি, এই প্রকল্পে রেল পরিষেবা আরও উন্নত হবে। রাঁচি ও কলকাতার সঙ্গে জামশেদপুর, বোকারো ও ধানবাদের শিল্পাঞ্চল যুক্ত হবে। এক্ষেত্রে পণ্য পরিবহণ আরও সহজ হবে।
এছাড়াও ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যা বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে তৈরি হবে। প্রায় ১৯৫০ কোটি টাকা খরচে এই প্রকল্প গড়ে উঠবে। ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ঘরে ঘরে দেওয়া হবে পিএনজি কানেকশন। রিটেল আউটলেটে মিলবে সিএনজি ও এলাকায় নতুন কর্মসংস্থান তৈরি হবে।
আরও পড়ুন
অন্যদিকে দুর্গাপুর থেকে প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন প্রকল্পেরও উদ্বোধন করেন মোদী। দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত প্রায় ১৩২ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প। জানা গিয়েছে হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান জেলার উপর দিয়ে যাবে এই লাইন। এজন্য ১ হাজার ১৯০ কোটি টাকা খরচ ধরা হয়েছে। এই প্রকল্পের কাজ শেষ হলে লক্ষাধিক পরিবারকে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।