সচিনের মুখরোচক পছন্দ, গারো স্টাইল কুমড়ো চিকেন কারি এখন আপনার রান্নাঘরে!

❤️ Like 🔄 Share 👁️ 0 Share on WhatsApp ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকার একজন ভোজনরসিক মানুষ। প্রায়ই নিজের খাওয়া-দাওয়ার মুহূর্ত ইনস্টাগ্রামে ভাগ করে নেন এই মাস্টার ব্লাস্টার। মেঘালয় সফরে গিয়ে তিনি স্থানীয় রাঁধুনি নাম্বি মারাক-এর হাতের রান্না করা এক বিশেষ পদ ‘পামকিন চিকেন কারি’ খেয়ে এতটাই মুগ্ধ হন যে, দ্বিতীয়বার পরিবেশন করতে বলেন। … Continue reading সচিনের মুখরোচক পছন্দ, গারো স্টাইল কুমড়ো চিকেন কারি এখন আপনার রান্নাঘরে!