বহু প্রতীক্ষিত ছবি মুক্তির কয়েকদিন আগেই হাসপাতালে ভর্তি তারকা অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা? সূত্রের খবর এমনই। শোনা যাচ্ছে ছবির মুক্তির মুখে এসে নাকি ডেঙ্গিতে আক্রান্ত অভিনেতা। অ্যাকশনে ভরপুর, স্বাধীনতা পরবর্তী সিংহল-তামিল সংঘর্ষ নিয়ে তৈরি ছবি ‘কিংডম’-এর মুক্তি পাওয়ার কথা ৩১ জুলাই। এরই মাঝে খবর মিলছে ডেঙ্গিতে কাবু নায়ক।
জাজবাত বাংলায় আরও পড়ুন
এন্টারটেনমেন্ট এএফ-এর প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গিতে আক্রান্ত হাসপাতালে ভর্তির অভিনেতার চিকিৎসা চলছে। আশা করা যাচ্ছে ২০ জুলাইয়ের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হতে পারে। অভিনেতার সঙ্গ দিতে হাসপাতালে পরিবারের লোকজনও উপস্থিত রয়েছেন বলে খবর। তাঁকে আর দিন দুই চিকিৎসকদের কড়া দৃষ্টিতে থাকতে হতে পারে। যদিও তাঁর স্বাস্থ্য প্রসঙ্গে তিনি নিজে বা তাঁর টিম, কারও তরফেই কোনও বিবৃতি জারি করা হয়নি। হাসপাতালের নামও ফাঁস হয়নি। কিন্তু এতে অনুরাগীরা আরও বেশি চিন্তিত। ‘কিংডম’ ছবির মুক্তির আগে অভিনেতার স্বাস্থ্যের অবনতি হলেও শোনা যাচ্ছে যে তাঁর টিম ছবির লঞ্চের জন্য সমস্ত ব্যবস্থা নিয়ে চলেছেন।
জাজবাত বাংলায় আরও পড়ুন
গৌতম তিন্নানুরি পরিচালিত ‘কিংডম’ একটি অ্যাকশন ফিল্ম। স্বাধীনতা পরবর্তী সিংহল-তামিল সংঘর্ষের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। এটি ওই অঞ্চলের ঐতিহাসিক সমস্যা থেকে উদ্ভূত শরণার্থী সঙ্কটের কাহিনি তুলে ধরবে। ছবিটি প্রথমে ৩০ মে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু তা পিছিয়ে নতুন তারিখ ঘোষণা করা হয় ৪ জুলাই। এরপর সেই তারিখও পিছিয়ে ৩১ জুলাই করা হয়। প্রথমে মনে করা হচ্ছিল ভারত-পাক সমস্যার কথা মাথায় রেখেই ছবির মুক্তির তারিখ বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। যদিও তা সত্ত্বেও ‘কিংডম’ নিয়ে বিজয়ের অনুরাগীদের মধ্যে উত্তেজনা চরমেই। বিজয় দেবেরাকোন্ডা ছাড়াও ছবিতে ভাগ্যশ্রী বোরসে, সত্যদেবকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। প্রায় ১০০ কোটি টাকা বাজেটে তৈরি এই ছবি বক্স অফিসে কেমন ব্যবসা করে সেটাই দেখার।