এজবাস্টনে ইতিহাস গড়ে জয়ের পর লর্ডসে মুখ থুবড়ে পড়েছে টিম ইন্ডিয়া। চতুর্থ ইনিংসে মাত্র ১৯৩ রানও তাড়া করতে পারেনি শুভমন গিলের দল। ব্যাটিং বিপর্যয়ে হারতে হয়েছে ২২ রানে। কিন্তু দলে বিরাট কোহলি থাকলে এমনটা মোটেই হত না। বিরাট থাকলে অনায়াসে এই লক্ষ্যমাত্রা তাড়া করে জিতত ভারত। হ্যাঁ, ঠিক এমনটাই মনে করেন ইংল্যান্ডের এক প্রাক্তন তারকা।
টেস্টে ইংল্যান্ডের হয়ে ২২৬ উইকেট নিয়েছেন স্টিভ হার্মিসন। তিনিই মনে করেন, কোহলি না থাকার কারণে চতুর্থ ইনিংসে এ হেন দুর্দশা ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের। ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টের আগে হার্মিসন শুভমন গিলের দলের প্রশংসাই করেছেন। কিন্তু তার পাশাপাশি এও বলেন, “ভারতের টপ অর্ডারের ব্যাটাররা রান পেয়েছে। তারা সেঞ্চুরি করেছে। এমনকি বোলাররাও নতুন বলে উইকেট পেয়েছে। তবু দিনের শেষে তারা জয় এনে দিতে পারেনি দেশকে।”
জাজবাত বাংলায় আরও পড়ুন
হার্মিসনের মতে, বিরাট কোহলির মত তারকা দলে থাকলে এমনটা কিছুতেই হত না। চলতি ইংল্যান্ড সিরিজের আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন কোহলি। এর আগে গত ২০১৮ সালের ইংল্যান্ড সফরে ১০ ইনিংসে ৫৯৩ রান করেছিলেন তিনি। সে সব অতীত মনে করিয়ে দিয়ে হার্মিসন বলেন, “রান চেজ করার ব্যাপারে কোহলির দক্ষতা প্রশ্নাতীত। ও থাকলে চতুর্থ ইনিংসে অনায়াসে রান তাড়া করে জিতত ভারত।
টেস্টে রান চেজ করে জেতার ক্ষেত্রে আহামরি অবদান না থাকলেও সীমিত ওভারে ‘চেজমাস্টার’ হিসেবে বিরাটের ভূমিকা সত্যিই অনস্বীকার্য। হারের মুখ থেকে একাধিক ম্যাচ তিনি জিতিয়েছেন ভারতকে। অন্যদিকে টেস্টের চতুর্থ ইনিংসে রান চেজ করে দলকে তেমন একটা না জেতালেও ৩২ ইনিংসে করেছেন ১,১০২ রান। গড় ৪২.৩৮। সে কারণেই হার্মিসন মনে করছেন, কোহলি থাকলে ম্যানচেস্টারে নামার আগে সিরিজে পিছিয়ে থাকত না ভারতীয় দল।