বীরভূমের মল্লারপুরের বিশিয়া গ্রামে পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষের স্বামী তথা তৃণমূল নেতাকে বোমা মেরে খুনের ঘটনায় একজনকে আটক করল পুলিশ। আটকের নাম ইয়াফোর সেখ ওরফে বসির। ধৃতের বাড়ি নিহত বাইতুল্লা সেখের বাড়ির পিছনে। খুনের ঘটনার পর থেকেই গ্রামে চলছে পুলিশের টহলদারি। বসানো হয়েছে পুলিশ পিকেট।
শনিবার সন্ধ্যায় বীরভূমের মল্লারপুর থানার বিশিয়া গ্রামের একটি চায়ের দোকান থেকে চা খেয়ে তিনজনের সঙ্গে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন বাইতুল্লা সেখ। সেই সময় একটি পুকুর পাড়ের কাছে তাকে লক্ষ্য করে তিনটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের ছোড়া বোমায় গুরুতর জখম হন তৃণমূল নেতা বাইতুল্লা সেখ। তাকে উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় বাইতুল্লা সেখের সঙ্গে থাকা তার দুই সঙ্গীও বোমার আঘাতে জখম হন।
এদিকে ঘটনার পর গ্রামে চলছে পুলিশের টহলদারি। রবিবার সকাল থেকেই গ্রামে থমথমে পরিস্থিতি। ঘটনার পর আতঙ্কিত গ্রামের বাসিন্দারা। এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, বিরোধীরা রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পেরে বোমা মেরে বাইতুল্লা সেখকে খুন করেছে।