বলিউড সেলিব্রিটিদের পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হওয়া নতুন ঘটনা নয়। বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন যদিও সেটা খুব একটা পছন্দ করেন না। প্রায়ই পাপারাৎজিদের কীর্তিতে রেগে যাওয়া অভিনেত্রীর ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তবে ছবিশিকারীদের সঙ্গে সাধারণত হাসিমুখেই কথা বলেন বিগ বি। এবার সেই চিত্রও গেল বদলে। হঠাৎই পাপারাৎজিদের ক্যামেরা দেখে রেগে গেলেন অমিতাভ বচ্চন। ভাইরাল হয়েছে এমনই এক ভিডিয়ো। তাঁকে এমন রেগে যেতে দেখে বেশ হতবাক সকলেই। মুম্বইয়ে তাঁর বাংলোর বাইরে তাঁকে ক্যামেরাবন্দি করতে গিয়েই রীতিমতো ধমক খেলেন পাপারাৎজিরা।
জাজবাত বাংলায় আরও পড়ুন
পরনে চির পরিচিত সাদা পাজামা পাঞ্জাবী, গায়ে ঘিয়ে রঙের শাল জড়িয়ে বাংলো থেকে বেরোতে দেখা যায় বিগ বি-কে। স্বাভাবিকই ছিলেন, কিন্তু যেই তাঁর চোখ পড়ে তাক করা লেন্সের দিকে, হঠাৎই রেগে যান অভিনেতা। চোখেমুখে সঙ্গে সঙ্গে বিরক্তি ফুটে ওঠে তাঁর। এরপরই তিনি এগিয়ে এসে ক্যামেরাম্যানের উদ্দেশে বলেন, ‘অ্যাই, ভিডিয়ো নেবে না, বন্ধ করো!’ সাধারণত সর্বসমক্ষে এমন বিরক্ত হতে অভিনেতাকে দেখা যায় না।
ঘটনা আদতে কবেকার তা এখনও জানা যায়নি। কিন্তু ভাইরাল হতে সময় লাগেনি। যে মানুষকে পাপারাৎজি বা মিডিয়ার সঙ্গে করজোড়ে নরম সুরে কথা বলতে দেখা যায়, তাঁর এমন রূপে হতভম্ব নেটিজ়েনরা। তাঁর স্ত্রী, তারকা অভিনেত্রী জয়া বচ্চন অনেক সময় রেগে গেলেও অমিতাভের এমন রূপ দেখা যায় না সাধারণত। তবে নেটিজ়েনদের একাংশের মতে, তারকারাও রক্তমাংসের মানুষ, তাঁদেরও মন খারাপ, রাগ, দুঃখ হতেই পারে। বিশেষত তাঁদের ব্যক্তিগত সময়ে অনধিকার প্রবেশ করে ছবি তুলতে গেলে বিরূপ পরিস্থিতির শিকার হওয়া অনভিপ্রেত নয়।
ইউটিউবেও জাজবাত, আপডেট থাকুন আমাদের সঙ্গে
কাজের ক্ষেত্রে অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল কল্প বিজ্ঞান ঘরানার ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’তে। যেখানে তাঁকে পৌরাণিক চরিত্র অশ্বত্থামা রূপে দেখা গিয়েছিল। প্রভাস, দীপিকা পাড়ুকোন, কমল হাসান অভিনীত এই ছবির সিক্যুয়েলেও একই চরিত্রে ফিরবেন বিগ বি। অন্যদিকে তাঁকে দেখা যাবে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২’-তেও। এছাড়াও কোর্টরুম ড্রামা ঘরানার ছবি ‘সেকশন ৮৪’-এর কাজে হাত দিয়েছেন তিনি।