বাঙালি হেনস্থার প্রতিবাদে ‘ভাষা আন্দোলন’-এর ডাক মমতার, একুশের মঞ্চ থেকেই ‘বিজেপির বিসর্জন’-এর স্লোগান

❤️ Like 🔄 Share 👁️ 0 Share on WhatsApp একুশের শহিদ স্মরণের মঞ্চ থেকে বরাবরের মতো মমতার নিশানায় বিরোধীরা। বিজেপি সিপিএমকে একযোগে নিশানা মুখ্যমন্ত্রীর। ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থা নিয়ে সুর চড়িয়ে বিজেপিকে বাংলাবিদ্বেষী তকমা মমতার। বাংলা ভাষার উপর সন্ত্রাস চালানো হচ্ছে বলে তোপ তৃণমূল নেত্রীর। বিজেপি শাসিত রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে ছাব্বিশের নির্বাচনে পদ্মকে উৎখাত … Continue reading বাঙালি হেনস্থার প্রতিবাদে ‘ভাষা আন্দোলন’-এর ডাক মমতার, একুশের মঞ্চ থেকেই ‘বিজেপির বিসর্জন’-এর স্লোগান