তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে অন্য ছবি! শহিদ ঝন্টু আলি শেখের পরিবারকে মঞ্চে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এদিন মঞ্চে দেখা যায় পহেলগাঁতে মৃত পর্যটক বিতান অধিকারীর মা-কে। শুধু তাই নয়, ছেলে হারানোর যন্ত্রণায় কাতর মা একটা সময় তৃণমূল সুপ্রিমোকে জড়িয়ে ধরে কাঁদতেও দেখা যায়।
গত এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পহেলগাঁও’তে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। মৃত্যু হয় বহু পর্যটকের। মৃত্যু হয় কলকাতার বাসিন্দা বিতান অধিকারী। ছোট সন্তানকে কোলে নিয়ে কফিন বন্দি স্বামীর দেহ নিয়ে ফেরেন স্ত্রী। আজ সোমবার তৃণমূলের শহিদের মঞ্চে দেখা গেল সেই বিতান অধিকারীর মাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে উঠছিলেন, তাঁর সঙ্গেই মৃত পর্যটকের মা’কেও দেখা যায়। অন্যদিকে শহিদ ঝন্টু শেখের পরিবারকেও এদিন তৃণমূলের শহিদ মঞ্চে দেখা যায়।
জাজবাত বাংলায় আরও পড়ুন
উধমপুরে তল্লাশি চালাতে গিয়ে জঙ্গিদের গুলির লড়াইতে শহিদ হন ঝন্টু আলি শেখ। নদিয়ার তেহট্টে। বাসিন্দা ছিলেন ঝন্টু। দেশের নিরাপত্তায় দায়িত্ব পালন করতে গিয়ে শহিদ হতে হয় তাঁকে। এদিন শহিদের বাবাকে মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশেই দেখা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এক লাখ টাকা করে দুই পরিবারকে দেওয়া হবে। তাঁর কথায়, এই ফান্ড তৃণমূলকর্মীরা তৈরি করেছেন। এক টাকা করে দিয়ে তা তৈরি করা হয়েছে। আর সেখান থেকেই এদিন এক লাখ টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
২১ এর মঞ্চে অসুস্থ একাধিক
প্রত্যেক বছরের মতো এদিন ২১ এর মঞ্চে একদিকে যেমন ছিল তারকাদের ভিড়, অন্যদিকে ছিলেন শাসকদলের শীর্ষ নেতৃত্বরা। একদিকে প্রবল গরম, অন্যদিকে মাথার উপর সূর্য! জানা গিয়েছে, অনেকেই অস্বস্তিকর পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়েন। জানা গিয়েছে, মঞ্চে যখন অভিষেক বক্তব্য রাখছিলেন সেই সময় হঠাৎ করেই অসুস্থ বোধ করেন কীর্তি আজাদ। অচৈতন্য হয়ে পড়েন তিনি।
আরও পড়ুন
তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে করে এসএসকেএমে তাঁকে নিয়ে যাওয়া হয় বলে খবর। এরপরেই অসুস্থ বোধ করায় মঞ্চ ছাড়েন বীরভুমের সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়। এমনকী কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং সাংসদ শত্রুঘ্ন সিনহাও এদিন অসুস্থ হয়ে পড়েন বলে খবর। যা খবর, অস্বস্তিকর গরমের জন্যেই এই অবস্থা। প্রতিবেদন লেখা পর্যন্ত যা খবর, সবার শারীরিক অবস্থা স্থিতিশীল। মমতা বন্দ্যোপাধ্যায় সবার খোঁজ নিয়েছেন।