শিখর ধাওয়ানকে সম্প্রতি ‘পচা ডিম’ আখ্যা দিয়েছেন শাহিদ আফ্রিদি। রবিবার বাতিল হয়ে গিয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে ভারত বনাম পাকিস্তান ম্যাচ এরপরই ধাওয়ানকে তির্যক ভাষায় খোঁচা প্রাক্তন পাক অধিনায়কের। এ দিকে এই ম্যাচ বাতিল হওয়ার সঙ্গে সঙ্গেই উঠে গিয়েছে নতুন প্রশ্ন। গ্রুপ লিগের ম্যাপ তো বাতিল হল। কিন্তু ফাইনালে যদি মুখোমুখি হয়ে যায় ভারত-পাকিস্তান তখন কী হবে?
পহেলগাঁওয়ের হামলার পরই পাকিস্তানকে বয়কটের ডাক উঠেছিল দিকে দিকে। এমনকি দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার আহ্বানও জানিয়েছিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের মত কেউ কেউ। সেই প্রেক্ষিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসেও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি বাতিলের অনুরোধ জানিয়ে আয়োজকদের একটি চিঠি লিখেছিলেন শিখর ধাওয়ান। এরপর একে একে এই ম্যাচ থেকে সরে দাঁড়ান সুরেশ রায়না, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, হরভজন সিংরাও। আর তারপরই ম্যাচ বাতিলের ঘোষণা করা হয় আয়োজকদের পক্ষ থেকে।
এ পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্নটা। এরপর যদি সেমিফাইনাল বা ফাইনালে মুখোমুখি হয় দুই দল তখনও কি বাতিল হবে খেলা? পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলের মালিক কামিল খানের কথায়, “সেমিফাইনালে চারটে দল উঠবে। ভারত আমাদের বিরুদ্ধে খেলতে চাইবে না। আর আমরাও চাইব না ওদের বিরুদ্ধে নামতে। তবে যেহেতু আরও দুই দল আছে। তাই সমস্যা হবে না সেক্ষেত্রে। কিন্তু এরপর ফাইনালেও যদি ভারত-পাকিস্তান ওঠে, তখন একটা সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে।”
ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হওয়ায় সেই ম্যাচের পয়েন্ট ভাগাভাগি হয়েছে। দুই দলই ১ পয়েন্ট করে পেয়েছে। তবে কামিল খানের দাবি, সেই পয়েন্ট পাকিস্তানের প্রাপ্য। আর সেটা তাদের দেওয়াও হবে। বলেন, “ম্যাচ খেলব না। এ কথা তো আমরা বলিনি। তাই নিয়ম অনুযায়ী ২ পয়েন্ট আমাদেরই প্রাপ্য।” পাশাপাশি তিনি এও জানান ভারতের বিরুদ্ধে ম্যাচ বাতিল হয়ে গেলেও বাকি সমস্ত ম্যাচ নির্ধারিত সূচি মেনেই হবে। বলেন, “বাকি সূচিতে কোনও বদল হচ্ছে না।”
