শিখর ধাওয়ানকে ‘পচা ডিম’ আখ্যা দিলেন শাহিদ আফ্রিদি। রবিবার বাতিল হয়ে গিয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। এরপরই ধাওয়ানকে তীব্র ভাষায় আক্রমণ প্রাক্তন পাক অধিনায়কের। দাবি করলেন, ম্যাচ ভেস্তে যাওয়ার মূলে ধাওয়ানই। তাঁর জন্যই বাতিল হয়ে গিয়েছে ম্যাচ।
পহেলগাঁওয়ের হামলার পরই পাকিস্তানকে বয়কটের ডাক উঠেছিল দিকে দিকে। এমনকি দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার আহ্বানও জানিয়েছিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের মত কেউ কেউ। সেই প্রেক্ষিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসেও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে না চেয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেন শিখর ধাওয়ান। ম্যাচ বাতিলের অনুরোধ জানিয়ে প্রাক্তন ভারতীয় ওপেনার একটি চিঠিও লিখেছিলেন আয়োজকদের। সেই চিঠিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি।
জাজবাত বাংলায় আরও পড়ুন
এরপর একে একে পাকিস্তান ম্যাচ থেকে সরে দাঁড়ান সুরেশ রায়না, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, হরভজন সিংরা। আর তারপরই ম্যাচটি বাতিলের ঘোষণা করা হয় আয়োজকদের পক্ষ থেকে। ফলে আফ্রিদির সমস্ত রাগটাই গিয়ে পড়েছে ধাওয়ানের ওপর। সরাসরি নাম না করলেও তিনি বলেন, “খেলা বিভিন্ন দেশের মধ্যে দূরত্ব কমায়। সব কিছুর মধ্যে রাজনীতি নিয়ে আসলে আপনি এগোবেন কী করে? আলোচনা ছাড়া সমস্যা মিটবে না। কিন্তু কিচ্ছু করার নেই। একটা ‘পচা ডিম’ আছে। সে সব নষ্ট করে দিচ্ছে।”
পহেলগাঁওয়ের ঘটনার পর ভারত-পাক সামরিক সংর্ঘষের প্রেক্ষাপটেও বাকযুদ্ধে জড়িয়েছিলেন ধাওয়ান-আফ্রিদি। এদিন আফ্রিদি আরও জানান, ভারতের অন্যান্য ক্রিকেটারদের খেলার ইচ্ছা ছিল। ম্যাচ না হওয়ায় তাঁরা হতাশ। তাঁর কথায়, “ম্যাচের আগের দিনও অনুশীলন করেছে ওরা। কিন্তু একজনের জন্যই ওরা সরে দাঁড়াল বলে মনে হয় আমার।” এরই সঙ্গে জুড়ে দেন, “ভারতীয় দলও এই ঘটনায় হতাশ। কোথায় দেশের নাম উজ্জ্বল করবেন। তা নয়, উল্টে দেশকে লজ্জা দিচ্ছেন আপনারা।”