৬৪ কোটি ঘুষ নিয়ে দোষী সাব্যস্ত আইসিআইসিআই-এর প্রাক্তন সিইও চন্দা কোচর

❤️ Like 🔄 Share 👁️ 0 Share on WhatsApp ভিডিয়োকন ঋণকাণ্ডে আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন এমডি এবং সিইও চন্দা কোচরকে দোষী সাব্যস্ত করেছে আপিল ট্রাইব্যুনাল। সংবাদমাধ্যম সূত্রে খবর, বকলমে ৬৪ কোটি টাকা ঘুষ নিয়ে দোষী সাব্যস্ত হয়েছেন চন্দা। এই মামলায় চন্দার সম্পত্তি বাজেয়াপ্ত করার যে সিদ্ধান্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) নিয়েছে তাকেও বৈধতা প্রদান করেছে ট্রাইবুনাল। ফলে … Continue reading ৬৪ কোটি ঘুষ নিয়ে দোষী সাব্যস্ত আইসিআইসিআই-এর প্রাক্তন সিইও চন্দা কোচর