‘আশিকী’র সিক্যুয়েল নাই হতে পারে, কিন্তু অনুরাগ বসু পরিচালিত কার্তিক আরিয়ান ও শ্রীলীলা অভিনীত রোম্যান্টিক ছবি ঘিরে উত্তেজনার পারদ এখনও চড়া। ‘মেট্রো… ইন দিনো’র সাফল্য়ে ভাসছেন পরিচালক আপাতত। কিন্তু তারপরেই দর্শককে নয়া জুটি উপহার দেওয়ার কথা ছিল অনুরাগ বসুর। কার্তিক আরিয়ানকে এই মিউজ়িকাল ড্রামায় এমন চরিত্রে যে চরিত্রে দেখতে পাওয়ার কথা, শোনা যাচ্ছিল, তেমন কাজ তিনি এর আগে করেননি। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এখন জানা যাচ্ছে, এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালে। কী কারণে এই বিলম্ব? ইন্ডাস্ট্রির অন্দরের একাংশের মতে, মোহিত সূরির সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সইয়ারা’র সাফল্যই নাকি এই ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার কারণ।
ইন্ডাস্ট্রির অন্দরের খবর, কার্তিক আরিয়ান অভিনীত ছবির বেশ কিছু থিম এবং উপাদানের সঙ্গে নাকি ‘সইয়ারা’র মিল রয়েছে। দুই ছবিই মূলত উঠতি সঙ্গীতশিল্পীকে ঘিরে এবং তাঁর প্রেম কাহিনি নিয়ে তৈরি। ‘সইয়ারা’র মুক্তির পর ছবির গান এবং থিম যথেষ্ট চর্চায় এবং প্রশংসিত হচ্ছে। সেই আবহেই কয়েক মাসের মধ্য়েই প্রায় একই ধরনের ছবি বাজারে আনতে চাইছেন না নতুন ছবির নির্মাতারা। খবর, সরাসরি তুলনা এড়াতেই এই সিদ্ধান্ত। শুধু তাই নয়, সূত্রের খবর, কার্তিক-শ্রীলীলার সিনেমার কিছু কিছু অংশ আবার নতুন করে লেখা হচ্ছে, এবং টিম আপাতত নতুন করে সেই অংশগুলো শ্যুটিং করার ব্যবস্থায় ব্যস্ত।
তবে ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই সমস্ত সম্ভাবনাই একেবারে উড়িয়ে দিয়েছেন পরিচালক অনুরাগ বসু নিজেই। তাঁর কথায়, মোহিত সূরির এই গল্প সম্পর্কে তিনি অনেক আগে থেকেই অবহিত, ফলে সিনেমার গল্পে একটুও অবাক হননি তিনি। অনুরাগ বসুর কথায়, ‘যেহেতু দুটো ছবিরই কেন্দ্রীয় চরিত্র পারফর্মার, আমরা জানতাম যে তুলনা আসবেই। কিন্তু দুটি ছবিই একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা।’ তবে ছবির মুক্তি যে পিছিয়েছে সেই গুঞ্জনে সিলমোহর দিয়েছেন তিনি। তবে কারণ হিসেবে বলেন, ‘কার্তিক আসলে করণ জোহরের সিনেমা (‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’) নিয়ে ব্যস্ত ছিলেন, এবং আমিও ‘মেট্রো’র মুক্তি নিয়ে ব্যস্ত ছিলাম। খুব দ্রুত আমরা দ্বিতীয় শিডিউলের শ্যুটিং সেরে ফেলব এবং তাড়াতাড়িই ব়্যাপ করার চেষ্টায় আছি।’
প্রসঙ্গত, প্রথমে জানা গিয়েছিল এই ছবি জনপ্রিয় ‘আশিকী’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা হিসেবে মুক্তি পাবে। যদিও বিশেষ ফিল্মসের সঙ্গে সেই বিষয়ে আইনি লড়াই চলছে, এবং ‘টি সিরিজ়’ এখনও এই নামের স্বত্ত্ব পায়নি। তবে নতুন ছবিতে নতুন রূপে সেই চিরাচরিত ছবির টাইটেল ট্র্যাক শোনা যাবে বলেই খবর। এছাড়া কার্তিক ও শ্রীলীলার জুটি কেমন রসায়ন তৈরি করতে পারে পর্দায়, তা দেখারও অপেক্ষায় রয়েছেন সকলে। অন্যদিকে, ‘সইয়ারা’র সাফল্যের আবহেই অজয় দেবগণের পরবর্তী ছবি ‘সন অফ সর্দার ২’-এর মুক্তির তারিখও পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ ঘোষণা না করা হলেও মনে করা হচ্ছে যে প্রেক্ষাগৃহে যাতে দেবগণের ছবি ভালো করে পারফর্ম করার সুযোগ পায় তাই এই সিদ্ধান্ত।