কাজের চাপে ক্লান্ত? শরীর-মন চাইছে একটু জিরিয়ে নিতে। কিন্তু হাতে সময় মাত্র একদিন। সপ্তাহান্তের ছুটি। কোথায় আর যাওয়া যায় ? আপনার সমস্যার সমাধান দিতে আমরা হাজির। এমন এক জায়গার খোঁজ দিতে পারি যেখানে একদিনের ছুটি কাটিয়ে তরতাজা মনে হবে নিজেকে। একদম আপনার বাড়ির কাছেই। কলকাতার খুব কাছেই বেনাপুর চর। হাওড়ার বাগনানে রূপনারায়ণ নদীর পারের এই বেনাপুর চর যেন দেওয়ালে বাঁধানো সুন্দর ছবি। সুন্দর এই জায়গা আপনাকে মুগধ করতে বাধ্য।
জাজবাত বাংলায় আরও পড়ুন
এই বর্ষায় আবার এর সৌন্দর্য্য দ্বিগুণ হয়ে ওঠে। বর্ষার সময় এখানকার দিগন্তজোড়া চরের মাঝের অংশটি জলে পুরোপুরি ভরে যায়। চরের ধারে তখন সারি দিয়ে দেখা যায় নৌকা। চরে নৌকা ভ্রমণ মন ভরিয়ে দেবে। সপ্তাহান্তের ছুটি কাটাতে বাগনানের অপূর্ব এই জায়গাটি হতে পারে একেবারে পারফেক্ট চয়েজ। গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাড়ির কাছের এই অপরূপ স্থানের খোঁজ এখনো অনেকেই জানেন না। আর যারা জানেন, তারা ফাঁক পেলেই পাড়ি জমাচ্ছেন কলকাতার খুব কাছের এই এলাকায়।
ইউটিউবেও জাজবাত, আপডেট থাকুন আমাদের সঙ্গে
বাগনানের এই এলাকায় পৌঁছোতে কলকাতা থেকে মোটামুটি ঘন্টা দেড়েকের কাছাকাছি সময় লাগতে পারে। অর্থাৎ সকালে গিয়ে রাতে অনায়াসে ফিরতে পারেন। কলকাতার দিক থেকে গাড়ি কিংবা ট্রেন দু’ভাবেই যেতে পারেন । গাড়িতে গেলে সোজা বাগনানে চলে আসুন। সেখান থেকে যেতে হবে বেনাপুর চর। এছাড়াও বাগনান থেকে টোটো কিংবা অন্যান্য ছোট গাড়ি ভাড়া করে যাওয়া যেতে পারে। ট্রেনে বাগনান স্টেশনে নেমেও টোটো বা অটো পেয়ে যাবেন বেনাপুরের জন্য। খাওয়া-দাওয়ার চিন্তা করবেন না আপনার পছন্দের মত খাওয়া এখানে পেয়ে যাবেন।
