চলতি সপ্তাহের সোমবার রাতে আচমকাই ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করায় এবার উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন। ভারতের নির্বাচন কমিশন সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য প্রক্রিয়া শুরু করেছে। নির্বাচন পরিচালনার নিয়মাবলি নির্ধারিত হয়েছে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন আইন, ১৯৫২ এবং রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন বিধি, ১৯৭৪ অনুযায়ী।
জাজবাত বাংলায় আরও পড়ুন
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রেখেই উপরাষ্ট্রপতির নির্বাচন পরিচালিত হবে। প্রাথমিকভাবে উপরাষ্ট্র নির্বাসনের জন্য ইলেক্টোরাল কলেজ তৈরি করবে নির্বাচন কমিশন। রাজ্যসভা ও লোকসভার মনোনীত সদস্যদের নিয়ে এই ইলেক্টোরাল কলেজ তৈরি করা হবে। এরপর উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার চূড়ান্ত করবে কমিশন। বিগত দিনের উপরাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি নিয়ে আলোচনা করছেন নির্বাচন কমিশনের কর্তারা।
