সুদীপ্ত চট্টোপাধ্যায়
ফের বিধানসভার বিশেষ অধিবেশন। বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের উপরে নিগ্রহের অভিযোগ নিয়ে আলোচনা ও প্রতিবাদ প্রস্তাব আনতে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে বলে সরকারি সূত্রে খবর। আগামী ৮ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত বিধানসভার ওই বিশেষ অধিবেশন চলতে পারে বলে পরিষদীয় দফতর সূত্রে জানা গিয়েছে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
পরিযায়ী শ্রমিক সংক্রান্ত প্রস্তাব ছাড়াও চারটি গুরুত্বপূর্ণ বিল ওই অধিবেশনে পেশ করা হতে পারে বলে খবর। পরিষদীয় দফতর এবং আইন দফতরের মধ্যে এই বিশেষ অধিবেশন নিয়ে আলোচনা চলছে। বিলগুলির খসড়া চূড়ান্ত হলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে অধিবেশনের ঘোষণা করবেন বলে জানানো হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের উপর রাজ্য সরকারের নিয়ন্ত্রণ অবশ্যম্ভাবী বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মনে করেন।
আরও পড়ুন
বুধবার তিনি জানান, ওই দফতরের কর্মীদের রাজ্য সরকার নিয়োগ করে। রাজ্য সরকারের অর্থ দফতর তাঁদের বেতন দেয়। অথচ ওই দফতরের উপর রাজ্যের কোনও নিয়ন্ত্রণ থাকবে না—এটা হতে পারে না। বিষয়টি যে বিতর্কিত, তা স্পষ্ট করে বিমানবাবু জানিয়েছেন, বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের একাধিক মহলে ইতিমধ্যেই আলোচনাও শুরু হয়েছে।