একের পর এক বিমান দুর্ঘটনায় এবার যোগ হল রুশ অ্যান্তোনভ এএন-২৪। বৃহস্পতিবার ক্রু সহ ৫০ জন আরোহী নিয়ে যাত্রীবাহী এই বিমানটি রুশ শহর টিন্ডা থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে ভেঙে পড়ে। সেই সোভিয়েত আমলের প্রায় ৫০ বছরের পুরনো বিমানটিতে থাকা সকলেই প্রাণ হারিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর, তাতে আগুন ধরে যাওয়ার ভিডিও অনলাইনে প্রকাশিত হয়।
রুশ সংবাদসংস্থা তাস-এর তথ্য অনুসারে বিমানটি খবরোভস্ক থেকে যাত্রা শুরু করে ব্লাগোভেশচেনস্কে থামে। এরপর বিমানটি টিন্ডা যাচ্ছিল। কিছু পরেই চিনের সীমান্তঘেঁষা আমুর অঞ্চলের টিন্ডা শহরের কাছাকাছি পৌঁছনোর সময় এটি রেডার থেকে হঠাৎ উধাও হয়ে যায়। তবে রেডার থেকে ‘অদৃশ্য’ হওয়ার আগে বিমানটি থেকে কোনও বিপদ সংকেত বা টেকনিক্যাল সমস্যার কথা জানানো হয়নি।
জাজবাত বাংলায় আরও পড়ুন
বিমানটির আরোহীদের মধ্যে ছয়জন ছিলেন ক্রু সদস্য। তবে স্থানীয় অঞ্চলের গভর্নর ভাসিলি অরলভ জানিয়েছেন, বিমানে ৪৩ জন যাত্রী, যার মধ্যে পাঁচজন শিশু, এবং ছ’জন কর্মী ছিলেন। তবে রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রক জানিয়েছে, বিমানটিতে মোট আরোহীর সংখ্যা ছিল প্রায় ৪০ জন। দুর্গম, পাহাড়ি এলাকা হওয়ায় এখনও পর্যন্ত উদ্ধারকারী হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে অবতরণ করতে পারেনি।
আরও পড়ুন
১৯৭৬ সালে তৈরি হওয়া বিমানটির নাম অ্যান্তোনভ এএন-২৪। এএন-২৪ একটি সোভিয়েত যুগের টুইন টার্বোপ্রপ বিমান। এই বিমান চালায় সাইবেরিয়া-ভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্স। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই বিমান দুর্ঘটনা সম্পর্কে জানানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ঠিক কীভাবে এবং কেন এই বিমান ভেঙে পড়ল, তা জানতে শুরু হয়েছে তদন্ত।