সিদ্ধান্তে অনড় মহসীন নকভি। বিসিসিআই এবং আরও বেশ কয়েকটি দেশের বোর্ডের আপত্তি সত্ত্বেও ঢাকাতেই হচ্ছে এশিয় ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা। এই পরিস্থিতিতে আঙুল কিছুটা বাঁকাতেই হল ভারতীয় বোর্ডকে। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে ঢাকার বৈঠকে সশরীরে উপস্থিত না থাকলেও ভার্চুয়ালি অংশ নেবেন বিসিসিআইয়ের প্রতিনিধি।
আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। ঢাকার বৈঠকেই প্রতিযোগিতাটির চূড়ান্ত সূচি নিশ্চিত করার কথা। কিন্তু বিসিসিআই যে ঢাকায় যাবে না তা জানিয়ে দেওয়া হয়েছিল আগে থেকেই। গত এক বছরে আমূল বদলে গিয়েছে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক। এই পরিস্থিতিতে নিরাপত্তার দিকটি মাথায় রেখেই ঢাকায় যেতে আপত্তি তোলে ভারতীয় বোর্ড। এরপর তাদের সমর্থনে একে একে এগিয়ে এসেছিল আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং ওমান। অশান্ত বাংলাদেশে পা রাখতে ইচ্ছুক নয় তারাও।
এ বার জানা গেল, ঢাকায় প্রতিনিধি না পাঠালেও এশিয়া কাপ সংক্রান্ত বৈঠকে অংশ নিচ্ছে বিসিসিআই। বোর্ডের তরফে সহ সভাপতি রাজীব শুক্ল অনলাইনে এই সভায় যোগ দেবেন বলে জানিয়েছে একাধিক সংবাদ মাধ্যম। ফলে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে এশিয়া কাপকে নিয়েও। আগামী সেপ্টেম্বরে যা অনুষ্ঠিত হওয়ার কথা সংযুক্ত আরব আমিরশাহীতে। মনে করা হচ্ছে, প্রতিযোগিতাটি নিয়ে জট এবার কাটতে পারে।
ভারত, শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তানের মত দেশ যদি এশিয়া কাপে অংশ না নেয়, সেক্ষেত্রে প্রতিযোগিতাটিই যে প্রশ্নের মুখে পড়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে, ভারত যদি প্রতিযোগিতা বয়কট করে তা হলে বাণিজ্যিক দিক থেকে একেবারেই মুখ থুবড়ে পড়তে পারে এশিয়া কাপ। তবে এ বার ঢাকার বৈঠকে ভারতীয় বোর্ডের ভার্চুয়ালি যোগদান কিছুটা হলেও উজ্জ্বল করছে সম্ভাবনা। যদিও শেষ পর্যন্ত কি হয় তা সময়ই বলবে।