গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনার দর তাতে এই ধাতুতে বিনিয়োগকে লাভজনক মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। তবে প্রতিদিন যেভাবে সোনালি ধাতুর দাম বাড়ছে তাতে ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে। বুধবার ২৪ ক্যারেট সোনার দাম ১ লাখ টাকা ছাড়িয়ে গিয়েছিল ৷ তবে লক্ষীবারে লক্ষীলাভের মুখ দেখিয়েছে সোনার দর। বৃহস্পতিবার ২৪ জুলাই কমেছে সোনার দাম ৷ কিছুটা স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ ৷
এদিন ২২ ক্যারেট সোনার দাম ৯৪১০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৭৭২৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১১৪৫৭৩ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
বিশ্ব অর্থনীতির নানা পরিবর্তনের সঙ্গে সঙ্গে সোনার দামেও পরিবর্তন ঘটে। বিশ্ববাজারে সোনার চাহিদা ও সরবরাহ অনুযায়ী দাম নির্ধারিত হয়। নিউইয়র্ক, লন্ডন, সিঙ্গাপুরের মত জায়গায় সোনার ফিউচার প্রাইসও প্রভাব ফেলে। যখন মুদ্রাস্ফীতি বেড়ে যায় অথবা মন্দার আশঙ্কা থাকে, তখন মানুষ নিরাপদ আশ্রয় হিসাবে সোনার দিকে ঝোঁকে, ফলে দাম বাড়ে।
সোনার দাম ক্রমাগত বাড়ছে, এবং বিশেষজ্ঞদের একাংশের মত সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে ৷ আগামী কয়েক মাসে দাম সংশোধন হওয়ার পালা ৷
Leave a comment
Leave a comment