প্রত্যেকদিনের দৌড়ঝাঁপের জীবন, অফিসের ডেডলাইন, বসের বকাঝকা, বাড়ির চিন্তা সমস্ত থেকে রেহাই পেতে কিংবা মনকে শান্ত করতে ঘুরতে যাওয়ার বিকল্প নেই। আজকাল অনেকেই নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে, নিজের সঙ্গে সময় কাটাতে, জীবনের একঘেয়েমি কাটাতে ‘সোলো ট্রিপ’-এ যেতে পছন্দ করেন। একা ঘুরতে যাওয়া যেমন আত্মবিশ্বাস বাড়া, তেমনই অনেক. ক্ষেত্রে সচেতনতা বোধও বাড়িয়ে তোলে। তবে একা ঘুরতে বের হওয়ার আগে কিছু দরকারি জিনিস মনে করে সঙ্গে রাখলে আপনার যাত্রা হবে অনেক বেশি নিরাপদ এবং স্বস্তির। মনে রাখবেন, সোলো ট্রিপে হঠাৎ সমস্যায় পড়লে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে।
নথিপত্র ও পরিচয়পত্র: যে কোনও ভ্রমণে পরিচয়পত্র, যেমন, আধার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স সঙ্গে থাকা জরুরি। সেই সঙ্গে ট্রেন বা ফ্লাইট টিকিট এবং হোটেল বুকিংয়ের প্রিন্ট কপি সঙ্গে রাখা ভীষণ প্রয়োজনীয়। দরকারে একটি ক্লিপ ফোল্ডারে সব নথি গুছিয়ে রাখুন।
পাওয়ার ব্যাঙ্ক ও চার্জার: একা ভ্রমণে ফোনই আপনার সবচেয়ে বড় সহায়। তাই মোবাইল চার্জার এবং একটি ভালো মানের পাওয়ার ব্যাঙ্ক অবশ্যই সঙ্গে নিন। মোবাইলে Google Maps, Translate ও জরুরি কন্ট্যাক্ট লিস্ট সেভ করে রাখুন। মাথায় রাখবেন হোটেল থেকে বাইরে বের হওয়ার সময় ফোনে যেন পুরো চার্জ থাকে।
ওষুধপত্র ও হাইজিন কিট: যে কোনও ট্রিপেই প্রাথমিক কিছু ওষুধ যেমন, জ্বর, পেট খারাপ, মাথাব্যথার ওষুধ সঙ্গে রাখুন। তাছাড়া স্যানিটাইজার, টিস্যু, মাস্ক, সাবান ও শ্যাম্পু, স্যানিটারি প্রোডাক্ট — এগুলি রাখলে আপনি হঠাৎ কোনও সমস্যার মুখোমুখি হলেও ঘাবড়ে যাবেন না। সঙ্গে একটি ছোট ফার্স্ট-এইড কিট রাখাও বুদ্ধিমানের কাজ।
টাকা ও কার্ড: সোলো ট্রিপে গেলে একাধিক জায়গায় টাকা রাখুন। যেমন ব্যাগ, মানিব্যাগ ও বডি হাগিং কোনও সিক্রেট পাউচে। পাশাপাশি ডেবিট বা ক্রেডিট কার্ড রাখুন নিরাপত্তার জন্য। অনলাইন পেমেন্ট অ্যাপ ইনস্টল করে রাখলেও ভালো হয়। তবে এমন কোনও জায়গায় যদি যান যেখানে নেটওয়ার্কের সমস্যা আছে, সেক্ষেত্রে নগদই কাজে লাগবে।
মানসিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস: সোলো ট্রিপের জন্য সবার আগে দরকার আত্মবিশ্বাস ও সতর্কতা। অপরিচিত কাউকে ব্যক্তিগত তথ্য না দেওয়া, লোকাল ট্রান্সপোর্ট ব্যবহারে সাবধান থাকা — এগুলো আপনাকে নিরাপদ রাখবে। প্রয়োজনে বন্ধু বা পরিবারের কারও সঙ্গে অবস্থানের আপডেট শেয়ার করতে ভুলবেন না।
একাকিত্ব নয়, বরং একা ভ্রমণ হোক নিজের সঙ্গে সময় কাটানোর সুন্দর অভিজ্ঞতা। সঠিক প্রস্তুতি থাকলে রাস্তাই হয়ে উঠবে আপনার সবচেয়ে প্রিয় সফর সঙ্গী।

 
			 
			 
                 
                                