স্কুলের মধ্যেই এক চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল কর্ণাটকে। এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। কর্ণাটকের বিদারের ঘটনা। গত ২৩ জুলাই স্কুলের মধ্যেই ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে। ওই শিশু বাড়ি ফেরার পর তাঁর মা দেখেন রক্তপাত হচ্ছে। এরপরেই পুরো ঘটনাটি সামনে আসে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন শিশুটির বাবা তাকে স্কুলে পৌঁছে দেন। এরপর দুপুর আড়াইটে নাগাদ স্কুল থেকে বাড়ি নিয়ে আসা হয়। পোশাক বদলানোর সময় শিশুটির মা রক্ত দেখতে পান। বর্তমানে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে তাঁর চিকিৎসা চলছে। প্রকাশিত খবর অনুযায়ী, এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও বয়ান নেওয়া সম্ভব হয়নি। তবে পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত করছে সে রাজ্যের পুলিস।
চলতি মাসে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে। উত্তরপ্রদেশের লখনউ থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সেই রেশ কাটতে না কাটতে ফের একই ঘটনা। জানা গিয়েছে, ওই চার বছরের শিশুটি যখন বন্ধুদের সঙ্গে খেলছিল। সেই সময় তাকে ধৃত ওই ব্যক্তি তুলে নিয়ে যায়। জানা যায়, এরপরেই খোঁজ শুরু হয়। খোঁজাখুঁজির সময় অভিযুক্তের কাছ থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়