ব্যান্ডেল ফাঁড়িতে বিজেপির ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে উত্তাল চুঁচুড়া। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে জড়ালেন বিজেপি নেতাকর্মীরা। একেবারে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি।
রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি এবং বিজেপি কর্মীদের উপর আক্রমণের সহ একাধিক দাবিতে আজ শুক্রবার ব্যান্ডেল ফাঁড়িতে স্মারকলিপি দিতে যান নেতাকর্মীরা। বিজেপির যুব মোর্চা রাজিব ঘরামির নেতৃত্বে ব্যান্ডেল ক্যান্টিন বাজার মোড় থেকে এই মিছিল বের হয়। কিন্তু মিছিল ফাঁড়ির সামনে যেতেই একেবারে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। আগে থেকেই পুলিশের তরফে ব্যারিকেড করে দেওয়া হয়। কার্যত তা এড়িয়ে মিছিল থানার দিকে এগিয়ে যেতে থাকলে তাতে পুলিশ বাধা দেয়। এরপরেই একেবারে ধ্বস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়।
বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলে। বিজেপির দাবি, পুলিশ প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করার জন্য এক সপ্তাহ আগে সময় চাওয়া হয়েছিল। সেই মতো শান্তিপূর্ণভাবেই মিছিল এগোচ্ছিল। কিন্তু যেভাবে এদিন মিছিল আটানো হয় তা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, শাসকদলের তৃণমূলের হাতে এক বিজেপি কর্মী আক্রান্ত হন। ব্যান্ডেল ফাঁড়িতে অভিযোগ জানানো হয়। কিন্তু প্রায় একমাস কেটে গেলেও পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।
শুধু তাই নয়, এই বিষয়ে বারবার থানায় এসে দেখা করেও কোনও সুরাহা হয়নি বলে দাবি বিজেপির। আর সেই ঘটনার প্রতিবাদ জানাতে এবং স্মারকলিপি দিতে এই অভিযান বলেও দাবি স্থানীয় নেতৃত্বের। বিজেপির আরও দাবি তৃণমূলের লোকজনকে পুলিশ আড়াল করছে। যদিও দীর্ঘক্ষণ পর বিজেপির মহিলা নেতা কর্মীরা ব্যারিকেড ভেঙে থানার সামনে গিয়ে প্রবেশ করে। তারপর বিজেপির বেশ কয়েকজন প্রতিনিধিদল ব্যান্ডেল ফাঁড়ির ওসি র সঙ্গে সাক্ষাৎ করে এবং স্মারকলিপি হাতে তুলে দেয়। উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাউ জেলা বিজেপির সহ-সভাপতি গোপাল উপাধ্যায় সহস্থানীয় নেতৃত্বরা।
