বৃহস্পতিবারের পর শুক্রবারও খুশির খবর সোনায় বিনিয়োগকারীদের জন্য। এদিন ফের অনেকটাই কমল সোনার দাম ৷ বর্তমানে সোনার দামে যে ওঠানামা দেখা যাচ্ছে, তা সাধারণ মানুষ ও বিনিয়োগকারীদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।
বহুদিন যাবৎ দীর্ঘমেয়াদি বিনিয়োগের এক নিরাপদ মাধ্যম হিসেবে উঠে এসেছে সোনার নাম৷ যদিও সোনার বাজার কখনও স্থির নয়। বিশ্ব অর্থনীতির নানা পরিবর্তনের সঙ্গে সঙ্গে সোনার দামও ওঠানামা করে। সোনার দাম ক্রমাগত বাড়ছে, এবং বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদে সোনার দাম আরও বাড়তে পারে। তাই এখন থেকেই সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP)-এর মাধ্যমে ডিজিটাল গোল্ড, গোল্ড ইটিএফ বা সোনার বন্ডে বিনিয়োগ শুরু করা যেতে পারে।
তবে আশার আলো দেখা যাচ্ছে ২০২৫ এর মাঝামাঝি থেকে। প্রথম দিকে ঊর্ধ্বমুখী হলেও চলতি মাসে কমছে সোনার দাম ৷ মার্কেট বিশেষজ্ঞদের একাংশের মত আগামী কয়েক মাসে দামের সংশোধন হওয়ার পালা৷
শুক্রবার ২৫ জুলাই ২২ ক্যারেট সোনার দাম গ্রাম প্রতি ৯৩৬৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের প্রতি গ্রামের দাম ৭৬৮৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১১৫৩৩৩ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।