রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তিনটি শূন্যপদ পূরণের জন্য এবার তিনটি প্যানেল পাঠাল নবান্ন। নির্বাচন কমিশন ওই প্যানেল থেকে একটি করে নাম বেছে নেবে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের জন্য তিনটি নাম হল সুদীপ মিত্র, যিনি বর্তমানে স্পেশাল সেক্রেটারি কর্মিবর্গ ও প্রশাসন বিভাগে কর্মরত , সুজয় সরকার যিনি বিধাননগর পুরসভার স্পেশাল সেক্রেটারি পদে কর্মরত এবং সুদীপ সরকার যিনি অ্যাডিশনাল সেক্রেটারি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে কর্মরত।
যুগ্ম সিইও র জন্য তিনটি নাম সৌম্যজিৎ দেবনাথ (স্টাফ সিলেকশন কমিশনের সেক্রেটারি), বহ্নিশিখা দে (অ্যাডিশনাল সেক্রেটারি, স্বাস্থ্য) অরুন্ধতী ভৌমিক (ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের অতিরিক্ত সচিব)। ডেপুটি সিইও-র জন্য পাঠানো তিনটি নাম হল – রঞ্জন চক্রবর্তী (জয়েন্ট সেক্রেটারি বিদ্যুৎ দপ্তর), প্রিয়রঞ্জন দাস (যুগ্ম সচিব, পূর্ত দপ্তর) এবং রাজীব মন্ডল (ল্যান্ড ম্যানেজার, বিধাননগর নগর উন্নয়ন ও পুরবিষয়ক দপ্তর)।