এই প্রথম বাংলা ছবিতে অভিনয় করবেন বলিউডের তারকা অভিনেতা শরমন যোশী। এমএন রাজের ‘ভালোবাসার মরশুম’ ছবিতে তাঁকে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে। ভালোবাসা ও আকাঙ্ক্ষার টানে এক হবে সীমানার দুই পাড়। শীঘ্রই শুরু হবে ছবির শ্যুটিং। ভারত ও বাংলাদেশের তারকা জুটিদের নিয়ে হবে ছবি। অভিনয়ে দেখা যাবে বাংলাদেশি তারকা তানজিন তিশা ও খায়রুল বাশারকে। হিমানি ফিল্মসের সহযোগিতায় মেহের এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রযোজনায় ও মুফাসা ক্রিয়েশনসের সহ-প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি।
কমলেশ রায় নামে এক ব্যক্তির সফর দিয়ে শুরু হয় গল্প। দার্জিলিংয়ে নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন তিনি মেয়ে হিয়ার খোঁজে। কমলেশ অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন এবং যেভাবেই হোক মেয়েকে ফিরে পাওয়ার কথা দেন নিজেকে। কাহিনি এবার চলে যায় ফ্ল্যাশব্যাকে। সেখানে দেখা যায় ছোটবেলায় মাকে হারানোর পর হিয়া তার বাবা কমলেশের সঙ্গেই বড় হয়েছে। পরে কলেজে পড়াকালীন, হিয়ার সঙ্গে এক অধ্যাপক আবির বসুর সম্পর্ক গড়ে ওঠে। আবির একজন নিষ্ঠাবান শিক্ষক, যাঁর জীবনে গভীরভাবে ছাপ ফেলেছে তার অতীত – ক্যান্সারে মায়ের মৃত্যু এবং প্রেমিকা পারমিতার সঙ্গে বিচ্ছেদ।
হিয়া আবিরকে ভালোবাসতে শুরু করলেও, আবির ভালোবাসা নিয়ে দ্বিধায় থাকেন তাঁর অতীত যন্ত্রণার কারণে। তবে আবিরের বন্ধু গৌরব তাকে বোঝায় যে, হিয়ার ভালোবাসার গুরুত্ব আসলে কতটা! এরপর আবির ও হিয়ার বিয়ে হয়। প্রথমে কিছুদিন সুখেই কাটে তাঁদের জীবন। তারপরেই ছন্দপতন। হঠাৎ করেই আবির লন্ডনে চলে যান এবং ফিরে এসে একেবারেই বদলে যান। তিনি হিয়াকে অবহেলা করতে থাকেন, আচরণ অদ্ভুত হয়ে ওঠে তাঁর। কারণ সেই সময় তার প্রাক্তন প্রেমিকা পারমিতার সঙ্গে আবার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। হিয়া ধীরে ধীরে আবিরের পরিবর্তন লক্ষ্য করে, সন্দেহ বাড়তে থাকে তার এবং একসময় প্রমাণও পেয়ে যায় যে আবির তাকে প্রতারিত করছে।
গল্পের ক্লাইম্যাক্সে হিয়া যখন আবির মুখোমুখি হয়, তাঁর বিশ্বাসঘাতকতার জন্য প্রশ্ন করে। আবির ও হিয়ার সম্পর্কের কী পরিণতি হবে, সেটাই এই ছবির মূল বিষয়। ছবির মূল থিম পারিবারিক সম্পর্ক ও সেগুলি টিকিয়ে রাখতে মানুষের প্রতি মুহূর্তে করে চলা কিছু আপস। প্রেম, প্রতারণা, মানসিক টানাপোড়েন, অতীতের ছায়া, এবং তার জেরে ভবিষ্যতের অনিশ্চয়তা… সবই থাকবে এই ছবিতে। অতীত বা বর্তমানের সংঘর্ষ বা খারাপ স্মৃতি কীভাবে ব্যক্তিগত জীবন তছনছ করে দিতে পারে, সেই বিষয়কেই তুলে ধরবে ‘ভালোবাসার মরশুম’।
ছবির কাজ শুরু হবে দ্রুত। এই প্রেমের ছবির হাত ধরেই বাংলা সিনেমায় পা রাখবেন শরমন যোশী। সূত্রের খবর, তিনি ইতিমধ্যেই বাংলা শিখতে শুরু করে দিয়েছেন। আবিরের চরিত্রে দেখা যাবে তাঁকে। শ্যুটিং হবে দার্জিলিং ও মুর্শিদাবাদে।