প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাবলা মেহতা, যিনি ‘ভয়েস অফ মুকেশ’ নামে বিখ্যাত। কিংবদন্তি গায়ক মুকেশের সঙ্গে কণ্ঠের অদ্ভুত মিলের কারণেই তাঁকে এই নামে ডাকা হতো। ২২ জুলাই সেই গায়ক শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। উল্লেখ্য ২২ জুলাই মুকেশের জন্মবার্ষিকী, আর সেদিনই ইহলোক ত্যাগ করলেন ‘ভয়েস অফ মুকেশ’।
১৯৭৬ সালে প্রয়াত হন মুকেশ চাঁদ মাথুর, যিনি ভারতীয় সিনেমা ও সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। বলা চলে, তাঁরই সৃষ্টিকে সঙ্গী করে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলেন বাবলা মেহতা। বছরের পর বছর ধরে বাবলা মেহতা প্রকাশ্যে এনেছেন ১০টি সোলো ও ৬টি ডুয়েট অ্যালবাম যেখানে তিনি মুকেশের প্রায় আড়াইশোর বেশি গানের কভার গেয়েছেন টি-সিরিজ়ের ব্যানারে। ফলে শ্রোতা মনে তিনি মুকেশ-কণ্ঠী হিসেবে একপ্রকার প্রতিষ্ঠা লাভ করেন।
তবে শুধু মুকেশের গান গেয়েই নয়, নিজের সৃষ্টিতেও স্বতন্ত্র পরিচয় গড়ে তোলেন তিনি। ‘চাঁদনি’ ছবির জনপ্রিয় ‘তেরে মেরে হোঠোঁ পে’ গানে লতা মঙ্গেশকরের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন তিনি। এছাড়া ‘দিল হ্যায় কি মানতা নেহি’, ‘তহলকা’, ‘সড়ক’, ‘জানে দো’, ‘মেয়র সাহেব’-এর মতো সাউন্ডট্র্যাকে কাজ করেছেন। আধ্যাত্মিক গানেও খ্যাতি লাভ করেন তিনি। বাবলা মেহতা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কবিতা, বিশেষ করে ‘সপনা টুট গয়া’ এবং ‘গীত নেহি গাতা হুঁ’-এর সঙ্গীত রচনা ও পরিবেশনের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানান, সেগুলি রীতিমতো জনপ্রিয়তা ও প্রশংসা লাভ করেছিল।
মঞ্চ শিল্পী হিসেবে কর্মজীবন শুরু করেন, বাবলা মেহতা বিশ্বব্যাপী দর্শকদের সঙ্গে একটি দৃঢ় সংযোগ বজায় রেখেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ, উত্তর আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া জুড়ে ৩০০টিরও বেশি লাইভ কনসার্টে পারফর্ম করেছেন। জনপ্রিয় এই শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ২২ জুলাই।