ফের ভয়াবহ ধর্ষণের অভিযোগ উঠল ওড়িশায়। এবার এক ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল দুই ভাইয়ের বিরুদ্ধে। শুধু তাই নয়, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় সেই কিশোরীকে জ্যান্ত পুঁতে দেওয়ার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ। ওডিশার জগৎসিংপুরের ঘটনা। ইতিমধ্যে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। বানাসভাড়া গ্রামের বাসিন্দা ওই দুই ভাইয়ের নাম ভাগ্যধর দাস এবং পঞ্চানন দাস বলে জানা যাচ্ছে। সন্দেহভাজন আরও ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে ওই ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে স্থানীয় পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্ত দুই ভাই ওই কিশোরীকে একাধিকার ধর্ষণ করে। যখন তারা বুঝতে পারে কিশোরী অন্তঃসত্ত্বা, তখন অভিযুক্তরা টাকার প্রলোভন দেখায় এবং গর্ভপাত করতে চাপ সৃষ্টি করে বলে অভিযোগ। এরপর ওই কিশোরীকে একটি জায়গায় ডেকে পাঠায় দুই ভাই। সেখানে গিয়ে কিশোরী দেখে মাটিতে একটি গর্ত খোঁড়া হয়েছে। তাকে হুমকি দিয়ে বলা হয়, গর্ভপাতে রাজি না হলে ওই গর্তে জীবন্ত পুঁতে দেওয়া হবে। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কোনও রকমে ওই নির্যাতিতা তরুণী সেখান থেকে পালিয়ে যায় এবং বাবাকে পুরো ঘটনা খুলে জানায়।
এরপরেই পুরো ঘটনা পুলিসে লিখিতভাবে অভিযোগ জানানো হয়। ইতিমধ্যে নির্যাতিতা কিশোরীর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে দুই ভাইকেই গ্রেপ্তার করা হয়। বলে রাখা প্রয়োজন, চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার ওড়িশার জগৎসিংপুরে একই ঘটনা ঘটল। কয়েকদিন আগে এক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে দুই ব্যক্তির বিরুদ্ধে। তাই নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি। প্রশ্নের মুখে বিজেপি শাসিত ওড়িশায় মহিলাদের সুরক্ষা।
