কেন্দ্রের নিশানায় এবার বেশ কয়েকটি অ্যাপ। সফ্ট পর্ন কনটেন্টের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিয়ে উল্লু (ULLU), ALTT, দেশিপ্লিকস এবং বিগ সটস এর মতো বেশ কয়েকটি অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র।এই অ্যাপগুলিকে ইতিমধ্যে অশ্লীলতার দায়ে নোটিফিকেশন পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে।
সরকার নিজের নোটিফিকেশনে ইন্টারনেট প্রোভাইডার্সকে নির্দেশ দিয়েছে, এই ধরনের সফ্ট পর্ন কনটেন্ট দেখানো ২৫ ওয়েবসাইটকে যেন অবিলম্বে ব্লক করা হয়। সরকারি সূত্রে খবর, যে সমস্ত প্লাটফর্মকে ব্যান করা হয়েছে, তারা আইটি নিয়মের বিরুদ্ধে কাজ করছিল। অশ্লীল এবং আপত্তিজনক কনটেন্ট ছড়াচ্ছিল। যে কারণে এই পদক্ষেপ। এই অ্যাপগুলির বিরুদ্ধে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক বহু অভিযোগ পেয়েছে।
সেই সমস্ত অভিযোগে দাবি করা হয়েছে, অ্যাপগুলি ইরোটিক ওয়েব সিরিজের আড়ালে অ্যাডাল্ট কনটেন্ট দেখাচ্ছে। তারপরই এই পদক্ষেপ গ্রহণ করে কেন্দ্র সরকার। উল্লেখ্য, এর আগে মার্চ মাসেও মন্ত্রক অশ্লীল এবং আপত্তিজনক কনটেন্ট দেখানোর দায়ে ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ এবং ৫৭ সোশ্যাল মিডিয়া হ্যান্ডলকে ব্যান করেছিল।
