পাড়ার সমস্যা এবার সমাধান হবে পাড়াতেই। এই লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার আগামী ২ আগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু করতে চলেছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। শনিবার এই কর্মসূচির স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি প্রকাশ করল নবান্ন। পরিকল্পনা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রকল্প চলবে ২ আগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত। তবে দুর্গাপুজোর দিনগুলোতে শিবির বন্ধ থাকবে। ১৫ নভেম্বরের মধ্যে ঠিক হয়ে যাবে কোন কোন প্রকল্পের কাজ হবে। সব কাজ শেষ করতে হবে ১৫ জানুয়ারির মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্ন থেকে এই নয়া প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। প্রকল্প কীভাবে এগোবে, রাজ্য সরকারের ভূমিকা কী থাকবে, সমস্ত কিছু নিয়েই এসওপি জারি করা হয়েছে।
তালিকাভুক্ত হয়েছে মোট ১৫ ধরনের ছোটখাটো নাগরিক পরিষেবার কাজ, যেগুলি দ্রুত ও কম খরচে সম্পন্ন করা সম্ভব। জলের ট্যাঙ্ক বসানো, পানীয় জলের টিউবওয়েল,রাস্তায় আলো বসানো, নিকাশি নালা নির্মাণ বা সংস্কার, পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ, কমিউনিটি টয়লেট নির্মাণ, খেলার মাঠ নির্মাণ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ মেরামতি সহ বেশ কিছু বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে আইসিডিএস কেন্দ্র, নতুন স্কুল বা সরকারি ভবন নির্মাণের মতো বড় প্রকল্পও এই তালিকার বাইরে। সব প্রকল্পের জন্য সরকারি জমি থাকা বাধ্যতামূলক এবং সেই জমিতে কোনও আইনি জটিলতা থাকা চলবে না।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত এই নয়া প্রকল্প সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে গঠিত হয়েছে একটি স্টেট লেভেল অ্যাপেক্স কমিটি। এই কমিটিতে থাকছেন সব দপ্তরের সচিব, কলকাতা পুরসভার কমিশনার।
এছাড়া ১৩ জন আইএএস ও ডব্লুবিসিএস অফিসারদের নিয়ে রাজ্যস্তরের টাস্ক ফোর্স ও
জেলাশাসকের নেতৃত্বে প্রতিটি জেলায় পৃথক টাস্ক ফোর্স গঠন করার সিদ্ধান্ত হয়ছে।
Leave a comment
Leave a comment